নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠের লড়াইয়ের ফাঁকে কত গল্প লুকিয়ে থাকে। সে গল্পগুলোরই একটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বিড়ালকে নিয়ে। যেটিকে আপন করে নিয়েছেন সবাই।
গত আগস্টে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সময় আলোচনায় এসেছিল বিড়ালটি। সিরিজ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রাণীটির ছবি। অস্ট্রেলিয়া দলের অনুশীলনে দেখা যায়, বিড়ালটি বেষ্টনী দেয়ালে হেঁটে বেড়াচ্ছে। এরপর থেকে শুরু হয় রসিকতা। কেউ কেউ বলেছেন, জৈব সুরক্ষাবলয় ভেঙে মাঠে ঢুকেছে বিড়াল! আবার কেউ বলেছেন, অস্ট্রেলিয়া দলের গোপন পরিকল্পনা ফাঁস করেছে বিড়াল!
সেই বিড়ালটি গতকাল আবার শিরোনামে এল হৃদয়স্পর্শী ঘটনায়। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের ভরাডুবির মধ্যেই পাকিস্তানের ওপেনার আবিদ আলীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, আবিদ আলী ড্রেসিংরুম থেকে একটি প্লেটে খাবার নিয়ে গ্রিলের ওপারের বসে থাকা সেই বিড়ালকে খাবার দিচ্ছেন। বিড়ালটিও চেটেপুটে খাবার খাচ্ছে।
সদ্য সমাপ্ত সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আবিদ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৯১ রানের ইনিংস। ঢাকা টেস্টে একমাত্র ইনিংসে করেন ৩৯ রান।
পাকিস্তানের এবারের বাংলাদেশ সফর নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা তুলে বাবর আজমদের অনুশীলন নিয়ে দেশজুড়ে হয়েছে বিস্তর তর্ক-বিতর্ক। এত কিছুর মধ্যে পাকিস্তানি ক্রিকেটারের বিড়াল-প্রীতি অনেকের মন জয় করেছে।
ঘটনাবহুল সিরিজ শেষে দুই দলই আজ বাংলাদেশ ছাড়ছে। ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল হকের হক যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সরাসরি বাংলাদেশে আসা বাবর-রিজওয়ানরা প্রায় দুই মাস পর ফিরছেন ঘরে।
মাঠের লড়াইয়ের ফাঁকে কত গল্প লুকিয়ে থাকে। সে গল্পগুলোরই একটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বিড়ালকে নিয়ে। যেটিকে আপন করে নিয়েছেন সবাই।
গত আগস্টে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সময় আলোচনায় এসেছিল বিড়ালটি। সিরিজ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রাণীটির ছবি। অস্ট্রেলিয়া দলের অনুশীলনে দেখা যায়, বিড়ালটি বেষ্টনী দেয়ালে হেঁটে বেড়াচ্ছে। এরপর থেকে শুরু হয় রসিকতা। কেউ কেউ বলেছেন, জৈব সুরক্ষাবলয় ভেঙে মাঠে ঢুকেছে বিড়াল! আবার কেউ বলেছেন, অস্ট্রেলিয়া দলের গোপন পরিকল্পনা ফাঁস করেছে বিড়াল!
সেই বিড়ালটি গতকাল আবার শিরোনামে এল হৃদয়স্পর্শী ঘটনায়। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের ভরাডুবির মধ্যেই পাকিস্তানের ওপেনার আবিদ আলীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, আবিদ আলী ড্রেসিংরুম থেকে একটি প্লেটে খাবার নিয়ে গ্রিলের ওপারের বসে থাকা সেই বিড়ালকে খাবার দিচ্ছেন। বিড়ালটিও চেটেপুটে খাবার খাচ্ছে।
সদ্য সমাপ্ত সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আবিদ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৯১ রানের ইনিংস। ঢাকা টেস্টে একমাত্র ইনিংসে করেন ৩৯ রান।
পাকিস্তানের এবারের বাংলাদেশ সফর নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা তুলে বাবর আজমদের অনুশীলন নিয়ে দেশজুড়ে হয়েছে বিস্তর তর্ক-বিতর্ক। এত কিছুর মধ্যে পাকিস্তানি ক্রিকেটারের বিড়াল-প্রীতি অনেকের মন জয় করেছে।
ঘটনাবহুল সিরিজ শেষে দুই দলই আজ বাংলাদেশ ছাড়ছে। ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল হকের হক যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সরাসরি বাংলাদেশে আসা বাবর-রিজওয়ানরা প্রায় দুই মাস পর ফিরছেন ঘরে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে