নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠের লড়াইয়ের ফাঁকে কত গল্প লুকিয়ে থাকে। সে গল্পগুলোরই একটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বিড়ালকে নিয়ে। যেটিকে আপন করে নিয়েছেন সবাই।
গত আগস্টে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সময় আলোচনায় এসেছিল বিড়ালটি। সিরিজ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রাণীটির ছবি। অস্ট্রেলিয়া দলের অনুশীলনে দেখা যায়, বিড়ালটি বেষ্টনী দেয়ালে হেঁটে বেড়াচ্ছে। এরপর থেকে শুরু হয় রসিকতা। কেউ কেউ বলেছেন, জৈব সুরক্ষাবলয় ভেঙে মাঠে ঢুকেছে বিড়াল! আবার কেউ বলেছেন, অস্ট্রেলিয়া দলের গোপন পরিকল্পনা ফাঁস করেছে বিড়াল!
সেই বিড়ালটি গতকাল আবার শিরোনামে এল হৃদয়স্পর্শী ঘটনায়। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের ভরাডুবির মধ্যেই পাকিস্তানের ওপেনার আবিদ আলীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, আবিদ আলী ড্রেসিংরুম থেকে একটি প্লেটে খাবার নিয়ে গ্রিলের ওপারের বসে থাকা সেই বিড়ালকে খাবার দিচ্ছেন। বিড়ালটিও চেটেপুটে খাবার খাচ্ছে।
সদ্য সমাপ্ত সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আবিদ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৯১ রানের ইনিংস। ঢাকা টেস্টে একমাত্র ইনিংসে করেন ৩৯ রান।
পাকিস্তানের এবারের বাংলাদেশ সফর নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা তুলে বাবর আজমদের অনুশীলন নিয়ে দেশজুড়ে হয়েছে বিস্তর তর্ক-বিতর্ক। এত কিছুর মধ্যে পাকিস্তানি ক্রিকেটারের বিড়াল-প্রীতি অনেকের মন জয় করেছে।
ঘটনাবহুল সিরিজ শেষে দুই দলই আজ বাংলাদেশ ছাড়ছে। ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল হকের হক যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সরাসরি বাংলাদেশে আসা বাবর-রিজওয়ানরা প্রায় দুই মাস পর ফিরছেন ঘরে।
মাঠের লড়াইয়ের ফাঁকে কত গল্প লুকিয়ে থাকে। সে গল্পগুলোরই একটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বিড়ালকে নিয়ে। যেটিকে আপন করে নিয়েছেন সবাই।
গত আগস্টে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সময় আলোচনায় এসেছিল বিড়ালটি। সিরিজ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রাণীটির ছবি। অস্ট্রেলিয়া দলের অনুশীলনে দেখা যায়, বিড়ালটি বেষ্টনী দেয়ালে হেঁটে বেড়াচ্ছে। এরপর থেকে শুরু হয় রসিকতা। কেউ কেউ বলেছেন, জৈব সুরক্ষাবলয় ভেঙে মাঠে ঢুকেছে বিড়াল! আবার কেউ বলেছেন, অস্ট্রেলিয়া দলের গোপন পরিকল্পনা ফাঁস করেছে বিড়াল!
সেই বিড়ালটি গতকাল আবার শিরোনামে এল হৃদয়স্পর্শী ঘটনায়। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের ভরাডুবির মধ্যেই পাকিস্তানের ওপেনার আবিদ আলীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, আবিদ আলী ড্রেসিংরুম থেকে একটি প্লেটে খাবার নিয়ে গ্রিলের ওপারের বসে থাকা সেই বিড়ালকে খাবার দিচ্ছেন। বিড়ালটিও চেটেপুটে খাবার খাচ্ছে।
সদ্য সমাপ্ত সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আবিদ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৯১ রানের ইনিংস। ঢাকা টেস্টে একমাত্র ইনিংসে করেন ৩৯ রান।
পাকিস্তানের এবারের বাংলাদেশ সফর নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা তুলে বাবর আজমদের অনুশীলন নিয়ে দেশজুড়ে হয়েছে বিস্তর তর্ক-বিতর্ক। এত কিছুর মধ্যে পাকিস্তানি ক্রিকেটারের বিড়াল-প্রীতি অনেকের মন জয় করেছে।
ঘটনাবহুল সিরিজ শেষে দুই দলই আজ বাংলাদেশ ছাড়ছে। ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল হকের হক যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সরাসরি বাংলাদেশে আসা বাবর-রিজওয়ানরা প্রায় দুই মাস পর ফিরছেন ঘরে।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৮ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৯ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১২ ঘণ্টা আগে