Ajker Patrika

রিজার্ভ ডেতে বৃষ্টি হলে আইপিএল ফাইনালের কী হবে 

আপডেট : ২৯ মে ২০২৩, ১২: ৩২
রিজার্ভ ডেতে বৃষ্টি হলে আইপিএল ফাইনালের কী হবে 

বৃষ্টির বাগড়ায় ২০২৩ আইপিএল ফাইনাল পিছিয়ে গেছে। রিজার্ভ ডেতে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংসের ফাইনাল। তবু প্রাকৃতিক দুর্যোগ তো আর বলেকয়ে আসে না। রিজার্ভ ডেতেও বেরসিক বৃষ্টি হানা দেবে কি না তা নিয়ে হয়তো দুশ্চিন্তায় আছেন অনেক ক্রিকেটভক্ত। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় বজ্রপাত হতে পারে। বজ্রপাত ঘণ্টাখানেক স্থায়ী হতে পারে। তবে ম্যাচ চলার সময় বৃষ্টির পূর্বাভাস নেই। ফাইনালে পুরো ৪০ ওভার হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা এবারের আইপিএলের ফাইনাল।

ইতিবাচক পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিলেও বৃষ্টি যে আজ ঝামেলা পাকাবে না তার কোনো নিশ্চয়তা নেই। যদি বৃষ্টি হানা দেয়, তখন কী হবে তাও বলা হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। যদি ১০টা ১০ মিনিটের আগে খেলা শুরু হয়, তাহলে পুরো ৪০ ওভার খেলা হবে। এর পর থেকে ওভার কাটা শুরু হবে। ১০টা ১৫তে শুরু হলে প্রতি ইনিংস হবে ১৯ ওভারের, সাড়ে ১০টায় হলে ১৭ ওভারের এবং ১১টায় শুরু হলে ইনিংস প্রতি ১৫ ওভার খেলা হবে। ১২টা ৩৬ মিনিট পর্যন্ত সময় থাকবে ৫ ওভারের ম্যাচ হওয়ার। যদি তা সম্ভব না হয়, তাহলে সুপার ওভারে ফাইনালের নিষ্পত্তি হবে। রাত ১টা ৫০ মিনিটের মধ্যে পিচ প্রস্তুত রাখতে হবে। যদি তাও সম্ভব না হয়, তাহলে গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস হবে রানার্সআপ। লিগ পর্বে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফে উঠেছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট আর ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই। 

ম্যাচ দেরিতে শুরু হলে তখন কী হবে তা তো বলাই রইল। এখন যদি ম্যাচের মাঝে বৃষ্টি হানা দেয়, তখন ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) মেথডে খেলা হবে। বৃষ্টি আইনেও যদি খেলা ঠিকমতো পরিচালনা না করা যায়, তাহলেও এবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট। এখানেও লিগ পর্বে পয়েন্ট টেবিলের স্থান বিবেচনা করা হবে। বৃষ্টিতে পরিত্যক্ত হলে টানা দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে গুজরাট টাইটান্সের। আর চেন্নাইয়ের সুযোগ থাকছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলার। তবু বৃষ্টি বাগড়ায় ফাইনাল ভেস্তে থাকবেন, তা নিশ্চিতভাবেই চাইবেন না ধোনি-পান্ডিয়ারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত