টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দুইবারে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ তাদেরকেই এবার খেলতে হবে প্রথম রাউন্ড। এমনকি এই দলে আছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। নিকোলাস পুরানের মতে, এই তরুণদের নিয়ে বিশ্বকাপ জয়ই হবে সবচেয়ে বড় অর্জন।
হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ছাড়া এই গ্রুপে ‘গ্রুপ-বি’ তে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি তিন দলই টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে তুলনামূলক ভালো খেলছে। প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ পেরিয়ে উইন্ডিজদের বিশ্বকাপ জয় তাই এবার একটু কঠিনই। তবে পুরান এটাকে (বিশ্বকাপ জয়) বড় অর্জন মনে করছেন। আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপ জেতা হবে বড় অর্জন। এই গ্রুপের জন্য তো অবশ্যই। এটা একটা নতুন গ্রুপ। একঝাঁক তরুণ খেলোয়াড় এই দলে। বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেন ক্রিস গেইল এবং ডোয়েইন ব্রাভো। চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন কাইরন পোলার্ড। আর আন্দ্রে রাসেল, সুনীল নারাইন দলে জায়গা পাননি। এমনকি বিমান ধরতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমেয়ার। ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, ওবেদ ম্যাককয়, আকিল হোসেনের মতো তরুণ খেলোয়াড়েরা খেলছেন এবারের বিশ্বকাপে। এই ব্যাপারে পুরান বলেন, ‘আমার মতে, অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের একটা ভারসাম্য থাকা উচিত। আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা দুটো বিশ্বকাপ জিতেছি (২০১২ এবং ২০১৬)। গত বিশ্বকাপেও আমাদের একগাদা তারকা ক্রিকেটার ছিল কিন্তু আমরা সেমিফাইনালে উঠতে পারিনি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দুইবারে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ তাদেরকেই এবার খেলতে হবে প্রথম রাউন্ড। এমনকি এই দলে আছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। নিকোলাস পুরানের মতে, এই তরুণদের নিয়ে বিশ্বকাপ জয়ই হবে সবচেয়ে বড় অর্জন।
হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ছাড়া এই গ্রুপে ‘গ্রুপ-বি’ তে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি তিন দলই টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে তুলনামূলক ভালো খেলছে। প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ পেরিয়ে উইন্ডিজদের বিশ্বকাপ জয় তাই এবার একটু কঠিনই। তবে পুরান এটাকে (বিশ্বকাপ জয়) বড় অর্জন মনে করছেন। আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপ জেতা হবে বড় অর্জন। এই গ্রুপের জন্য তো অবশ্যই। এটা একটা নতুন গ্রুপ। একঝাঁক তরুণ খেলোয়াড় এই দলে। বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেন ক্রিস গেইল এবং ডোয়েইন ব্রাভো। চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন কাইরন পোলার্ড। আর আন্দ্রে রাসেল, সুনীল নারাইন দলে জায়গা পাননি। এমনকি বিমান ধরতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমেয়ার। ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, ওবেদ ম্যাককয়, আকিল হোসেনের মতো তরুণ খেলোয়াড়েরা খেলছেন এবারের বিশ্বকাপে। এই ব্যাপারে পুরান বলেন, ‘আমার মতে, অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের একটা ভারসাম্য থাকা উচিত। আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা দুটো বিশ্বকাপ জিতেছি (২০১২ এবং ২০১৬)। গত বিশ্বকাপেও আমাদের একগাদা তারকা ক্রিকেটার ছিল কিন্তু আমরা সেমিফাইনালে উঠতে পারিনি।’
খেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
২৬ মিনিট আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
২ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
৩ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৪ ঘণ্টা আগে