টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দুইবারে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ তাদেরকেই এবার খেলতে হবে প্রথম রাউন্ড। এমনকি এই দলে আছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। নিকোলাস পুরানের মতে, এই তরুণদের নিয়ে বিশ্বকাপ জয়ই হবে সবচেয়ে বড় অর্জন।
হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ছাড়া এই গ্রুপে ‘গ্রুপ-বি’ তে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি তিন দলই টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে তুলনামূলক ভালো খেলছে। প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ পেরিয়ে উইন্ডিজদের বিশ্বকাপ জয় তাই এবার একটু কঠিনই। তবে পুরান এটাকে (বিশ্বকাপ জয়) বড় অর্জন মনে করছেন। আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপ জেতা হবে বড় অর্জন। এই গ্রুপের জন্য তো অবশ্যই। এটা একটা নতুন গ্রুপ। একঝাঁক তরুণ খেলোয়াড় এই দলে। বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেন ক্রিস গেইল এবং ডোয়েইন ব্রাভো। চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন কাইরন পোলার্ড। আর আন্দ্রে রাসেল, সুনীল নারাইন দলে জায়গা পাননি। এমনকি বিমান ধরতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমেয়ার। ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, ওবেদ ম্যাককয়, আকিল হোসেনের মতো তরুণ খেলোয়াড়েরা খেলছেন এবারের বিশ্বকাপে। এই ব্যাপারে পুরান বলেন, ‘আমার মতে, অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের একটা ভারসাম্য থাকা উচিত। আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা দুটো বিশ্বকাপ জিতেছি (২০১২ এবং ২০১৬)। গত বিশ্বকাপেও আমাদের একগাদা তারকা ক্রিকেটার ছিল কিন্তু আমরা সেমিফাইনালে উঠতে পারিনি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দুইবারে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ তাদেরকেই এবার খেলতে হবে প্রথম রাউন্ড। এমনকি এই দলে আছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। নিকোলাস পুরানের মতে, এই তরুণদের নিয়ে বিশ্বকাপ জয়ই হবে সবচেয়ে বড় অর্জন।
হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ছাড়া এই গ্রুপে ‘গ্রুপ-বি’ তে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি তিন দলই টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে তুলনামূলক ভালো খেলছে। প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ পেরিয়ে উইন্ডিজদের বিশ্বকাপ জয় তাই এবার একটু কঠিনই। তবে পুরান এটাকে (বিশ্বকাপ জয়) বড় অর্জন মনে করছেন। আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপ জেতা হবে বড় অর্জন। এই গ্রুপের জন্য তো অবশ্যই। এটা একটা নতুন গ্রুপ। একঝাঁক তরুণ খেলোয়াড় এই দলে। বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেন ক্রিস গেইল এবং ডোয়েইন ব্রাভো। চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন কাইরন পোলার্ড। আর আন্দ্রে রাসেল, সুনীল নারাইন দলে জায়গা পাননি। এমনকি বিমান ধরতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমেয়ার। ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, ওবেদ ম্যাককয়, আকিল হোসেনের মতো তরুণ খেলোয়াড়েরা খেলছেন এবারের বিশ্বকাপে। এই ব্যাপারে পুরান বলেন, ‘আমার মতে, অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের একটা ভারসাম্য থাকা উচিত। আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা দুটো বিশ্বকাপ জিতেছি (২০১২ এবং ২০১৬)। গত বিশ্বকাপেও আমাদের একগাদা তারকা ক্রিকেটার ছিল কিন্তু আমরা সেমিফাইনালে উঠতে পারিনি।’
লিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৩৮ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগে