ক্রীড়া ডেস্ক
টেস্টে দারুণ সময় পার করছেন হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে হাসান নাম লিখিয়েছেন এ মাসের শুরুতেই। সেটারই পুনরাবৃত্তি বাংলাদেশের পেসার এবার দেখালেন চেন্নাইয়ে ভারতের বিপক্ষে। টেস্টে টানা দুই ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
৫ উইকেট নেওয়ার বেশির ভাগ কাজ হাসান সেরে রাখেন গতকাল প্রথম দিনে। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের ব্যাটিং স্তম্ভের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন হাসান। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের ইতিটা আজ টেনেছেন হাসানই। বাংলাদেশের এই পেসারের পঞ্চম শিকার হয়ে জসপ্রীত বুমরা ফিরলে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৭৬ রানে। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ১ ওভারে ১ উইকেটে করেছে ২ রান। সাদমান ইসলাম ২ রান করে বোল্ড হয়েছেন বুমরার বলে। বলটা কী বুঝে সাদমান ছাড়তে গেলেন, সেটা তিনিই বলতে পারবেন।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। সপ্তম উইকেটে রবীচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে জাদেজা আউট হয়েছেন তাসকিনের বলে খোঁচা দিতে গিয়ে। বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস সহজেই সেটা তালুবন্দী করেছেন। ১২৪ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কায় করেছেন ৮৬ রান।
৩৪৩ রানে ৭ উইকেট হারানো ভারত অষ্টম উইকেট হারাতে পারত ৩৫৩ রানে। ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলে তাসকিনকে পুল করতে যান আকাশ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ধরতে স্কয়ার লেগ থেকে মিড উইকেটের দিকে দৌড়াতে থাকেন সাকিব। তবে বলের নাগাল পেলেও বলটা তালুবন্দী করতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তাসকিনের বলে ক্যাচ মিস গত কয়েক বছরের পরিচিত দৃশ্য।
জীবন পেলেও আকাশকে ব্যাট মাটিতে ঝেরে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। ভারতীয় এই পেসার হয়তো বুঝতে পেরেছেন, এমন শট খেলা তাঁর উচিত হয়নি। তখন আকাশের রান ছিল ৯ রান। সেই তাসকিনের বলেই আকাশ আউট হয়েছেন। ৮৯তম ওভারের পঞ্চম বলে ড্রাইভ করতে যান আকাশ। দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকা বল মিডঅফে তালুবন্দী করেন শান্ত। ৩০ বলে ৪ চারে ১৭ রান করে আউট হয়েছেন আকাশ। ভারতের স্কোর তখন ৮ উইকেটে ৩৬৭ রান।
জাদেজা, আকাশকে ফেরানোর পর ম্যাচে তাসকিনের তৃতীয় শিকার রবিচন্দ্রন অশ্বিন। ৯১তম ওভারের পঞ্চম বলে তাসকিনকে ড্রাইভ করতে যান অশ্বিন। টাইমিংয়ে গড়বড় হওয়া বলও এবার মিড অফে ধরেছেন শান্ত। ১৩৩ বলে ১১ চার ও ২ ছক্কায় অশ্বিন করেন ১১৩ রান। যা ভারতের ইনিংসের সর্বোচ্চ স্কোর।
৩ উইকেট নেওয়া তাসকিনের মুখে হাসি দেখা গেলেও হাসানের মুখ ছিল কিছুটা মলিন। কারণ যেভাবে তাসকিন এক প্রান্তে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, তখন হাসান হয়তো ভাবছিলেন, ‘ইনিংসে ৫ উইকেট নেওয়া হবে তো?’ শেষ পর্যন্ত আর আক্ষেপে পুড়তে হয়নি হাসানকে। ৯২তম ওভারের দ্বিতীয় বলে বুমরা যে আউট হয়েছেন, তখন তৃতীয় স্লিপে ক্যাচ ধরেন জাকির হাসান।
বাংলাদেশের সেরা বোলার হাসান ২২.২ ওভারে ৮৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ৪ ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুমরার উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের পিচে সিজদা দিলেন হাসান। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই—টেস্টে টানা দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
টেস্টে দারুণ সময় পার করছেন হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে হাসান নাম লিখিয়েছেন এ মাসের শুরুতেই। সেটারই পুনরাবৃত্তি বাংলাদেশের পেসার এবার দেখালেন চেন্নাইয়ে ভারতের বিপক্ষে। টেস্টে টানা দুই ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
৫ উইকেট নেওয়ার বেশির ভাগ কাজ হাসান সেরে রাখেন গতকাল প্রথম দিনে। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের ব্যাটিং স্তম্ভের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন হাসান। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের ইতিটা আজ টেনেছেন হাসানই। বাংলাদেশের এই পেসারের পঞ্চম শিকার হয়ে জসপ্রীত বুমরা ফিরলে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৭৬ রানে। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ১ ওভারে ১ উইকেটে করেছে ২ রান। সাদমান ইসলাম ২ রান করে বোল্ড হয়েছেন বুমরার বলে। বলটা কী বুঝে সাদমান ছাড়তে গেলেন, সেটা তিনিই বলতে পারবেন।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। সপ্তম উইকেটে রবীচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে জাদেজা আউট হয়েছেন তাসকিনের বলে খোঁচা দিতে গিয়ে। বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস সহজেই সেটা তালুবন্দী করেছেন। ১২৪ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কায় করেছেন ৮৬ রান।
৩৪৩ রানে ৭ উইকেট হারানো ভারত অষ্টম উইকেট হারাতে পারত ৩৫৩ রানে। ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলে তাসকিনকে পুল করতে যান আকাশ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ধরতে স্কয়ার লেগ থেকে মিড উইকেটের দিকে দৌড়াতে থাকেন সাকিব। তবে বলের নাগাল পেলেও বলটা তালুবন্দী করতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তাসকিনের বলে ক্যাচ মিস গত কয়েক বছরের পরিচিত দৃশ্য।
জীবন পেলেও আকাশকে ব্যাট মাটিতে ঝেরে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। ভারতীয় এই পেসার হয়তো বুঝতে পেরেছেন, এমন শট খেলা তাঁর উচিত হয়নি। তখন আকাশের রান ছিল ৯ রান। সেই তাসকিনের বলেই আকাশ আউট হয়েছেন। ৮৯তম ওভারের পঞ্চম বলে ড্রাইভ করতে যান আকাশ। দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকা বল মিডঅফে তালুবন্দী করেন শান্ত। ৩০ বলে ৪ চারে ১৭ রান করে আউট হয়েছেন আকাশ। ভারতের স্কোর তখন ৮ উইকেটে ৩৬৭ রান।
জাদেজা, আকাশকে ফেরানোর পর ম্যাচে তাসকিনের তৃতীয় শিকার রবিচন্দ্রন অশ্বিন। ৯১তম ওভারের পঞ্চম বলে তাসকিনকে ড্রাইভ করতে যান অশ্বিন। টাইমিংয়ে গড়বড় হওয়া বলও এবার মিড অফে ধরেছেন শান্ত। ১৩৩ বলে ১১ চার ও ২ ছক্কায় অশ্বিন করেন ১১৩ রান। যা ভারতের ইনিংসের সর্বোচ্চ স্কোর।
৩ উইকেট নেওয়া তাসকিনের মুখে হাসি দেখা গেলেও হাসানের মুখ ছিল কিছুটা মলিন। কারণ যেভাবে তাসকিন এক প্রান্তে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, তখন হাসান হয়তো ভাবছিলেন, ‘ইনিংসে ৫ উইকেট নেওয়া হবে তো?’ শেষ পর্যন্ত আর আক্ষেপে পুড়তে হয়নি হাসানকে। ৯২তম ওভারের দ্বিতীয় বলে বুমরা যে আউট হয়েছেন, তখন তৃতীয় স্লিপে ক্যাচ ধরেন জাকির হাসান।
বাংলাদেশের সেরা বোলার হাসান ২২.২ ওভারে ৮৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ৪ ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুমরার উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের পিচে সিজদা দিলেন হাসান। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই—টেস্টে টানা দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
২৯ মিনিট আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি।
২ ঘণ্টা আগেশেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
২ ঘণ্টা আগে