Ajker Patrika

এখান থেকেও জেতা সম্ভব, মুশতাকের বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখান থেকেও জেতা সম্ভব, মুশতাকের বিশ্বাস

১১২ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের। তখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ৯০ রানে। ইনিংস ব্যবধানে হার দিচ্ছিল চোখ রাঙানি। সেই শঙ্কা থেকে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। উল্টো তৃতীয় দিন শেষে ৮১ রানের লিড নিয়েছে তারা।

মিরপুর টেস্টে হারের শঙ্কা কাটিয়ে এখন জেতার কথাও ভাবছে বাংলাদেশ দল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের স্পিন কোচ মুশতাক আহমেদই জানিয়েছেন, দলের ভেতর এখন জয়ের বিশ্বাস ছড়িয়ে পড়ছে। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। কাইল ভেরেইনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা তোলে ৩০৮। ২০২ রানের লিড পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছিল তারা। আজ প্রথম সেশনে ১১২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল, ইনিংস হার যেন অবধারিত।

সেই পরিস্থিতি থেকে ১৩৮ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামলান মিরাজ ও জাকের। তারপর নাঈম হাসানকে নিয়ে ৩৩ রানের আরেকটি অবিচ্ছিন্ন জুটি গড়েন মিরাজ। এই অলরাউন্ডার অপরাজিত আছেন ৮৭ রানে। শেষ তিন উইকেটে থেকে যদি অন্তত দেড় শ রান যোগ করা যায়, তবে ম্যাচ জয়ের জন্য একটা লড়াকু পুঁজি পাবে বাংলাদেশ।

খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাস রাখতে বললেন স্পিন বোলিং কোচ মুশতাক, ‘আমাদের বিশ্বাস রাখতে হবে। যখন আপনার বিশ্বাস থাকে, আপনি যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারেন। আমাদের যত বেশি সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে হবে এবং লিড যত বড় করা যায় ততটাই করতে হবে।’

মুশতাকের বিশ্বাস শেষ তিন উইকেট থেকে ২০০ রানের লিড নেওয়া সম্ভব, ‘আমাদের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা এখন বিশ্বাস করতে শুরু করেছে। ক্রিকেটে বিশ্বাসটাই মূল। প্রক্রিয়া ঠিক রাখলে আপনি যেকোনো প্রতিকূলতা থেকে ঘুরে দাঁড়াতে পারবেন।’

প্রথম ইনিংসে বেশ পিছিয়ে থেকেও ম্যাচ জেতার ব্যাপারে এখন আশাবাদী মুশতাকও, ‘কেন নয়? আপনাকে বিশ্বাস করতে হবে। প্রক্রিয়া ঠিক রাখতে হবে এবং কখনো হাল ছাড়বেন না। আপনি যদি হাল না ছাড়েন, প্রতিপক্ষ আপনাকে সম্মান করতে শুরু করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত