Ajker Patrika

ধবলধোলাই এড়ানোর ম্যাচে চাপে বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে চাপে বাংলাদেশ

ধবলধোলাই এড়াতে ভারতের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের প্রথম চার টি-টোয়েন্টি এরই মধ্যে হেরে বসে আছে বাংলাদেশ। সিলেটে পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চাপে রেখেছে ভারত। 

১৫৭ রানের লক্ষ্যে ধীরস্থির শুরু করে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। প্রথম ওভারে ২ রান নিলেও দ্বিতীয় ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করে স্বাগতিকেরা। পূজা ভাস্ত্রকরের ওভার থেকে এসেছে ১৪ রান। বাংলাদেশের ওপেনার সোবহানা মোস্তারি মেরেছেন ৩ চার। আরেক ওপেনার দিলারা আকতার ওভারটিতে কোনো বলই মোকাবিলা করতে পারেননি। যদিও ওভারের পঞ্চম বলে মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট প্রায় হয়েই গিয়েছিলেন দিলারা। তবে উদ্বোধনী জুটিটা ছিল ১৬ বলে ১৯ রানের। তৃতীয় ওভারের পঞ্চম বলে তিতাস সাধুকে স্কয়ার কাট করতে যান মোস্তারি। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ধরেন রাধা যাদব। ৯ বলে ৩ চারে ১৩ রান করেন মোস্তারি। 

উদ্বোধনী জুটি ভাঙার ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ওভারের প্রথম বলে রাধাকে পুল করতে যান দিলারা। এজ হওয়া বল মিড অফে ধরেছেন ভাস্ত্রকরের। ৮ বলে ৪ রান করেন দিলারা। দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩.১ ওভারে ২ উইকেটে ২৬ রান। তারপর চার নম্বরে নেমেছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। রানের চাকাও ধীর গতির হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 
বাংলাদেশের স্কোর ৮ ওভারে ২ উইকেটে ৪৭ রান। জ্যোতি ১৩ বলে ৭ রানে ব্যাটিং করছেন। ১৮ বলে ২০ রানে অপরাজিত তিনে নামা রুবিয়া হায়দার। 

পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৮ ওভারে সফরকারীদের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৬২ রান। তৃতীয় উইকেটে ৪২ বলে ৬০ রানের জুটি গড়েন হারমানপ্রীত ও হেমলতা। দুই সেট ব্যাটার আউটের পর আউট হয়ে যান সাজানা সঞ্জীবনও। ২ উইকেটে ১২২ রান থেকে মুহূর্তেই সেটা ৫ উইকেটে ১২৪ হয়ে যায়। শেষের দিকে পঞ্চম উইকেটে ২৫ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে ভারত। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন হেমলতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত