Ajker Patrika

মিরপুরে হঠাৎ সেনাবাহিনী, নিহতদের জন্য মুশফিকদের দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১২: ৩৬
মিরপুরে হঠাৎ সেনাবাহিনী, নিহতদের জন্য মুশফিকদের দোয়া

বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের কারণে গত কয়েক দিন মিরপুর শেরেবাংলায় অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। বিসিবির এক ঘোষণায় আজ সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। পাকিস্তান সফরে ‘এ’ দলের প্রথম ও দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য দলে থাকা ক্রিকেটারদের সবাই এসেছেন অনুশীলনে। অনুশীলনের সময় হঠাৎ দেখা গেছে সেনাবাহিনীর টহল। 

শেরেবাংলার মূল মাঠে প্রথমে ওয়ার্ম-আপ শুরু হয়। পরে ইনডোরে ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদাভাবে অনুশীলন হয়েছে। মিরপুরে অনুশীলন শুরুর আধা ঘন্টা পর বিসিবিতে সেনাবাহিনীর দুটো টহল গাড়ি এসে একাডেমি ভবনের সামনে অবস্থান নেয়। বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায় সেনাবাহিনীকে। পরে তাঁরা (সেনা কর্মকর্তারা) চলে যান বিসিবির অফিসে। সেখানে কিছুক্ষণ থাকার পর সেনাবাহিনীকে স্টেডিয়াম থেকে চলে যেতে দেখা যায়। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। মুশফিক-মুমিনুলের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ টেস্টের আরও অনেকেই ছিলেন। 

পাকিস্তানের উদ্দেশে গতকাল রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে পরশু কয়েক ঘণ্টা ঢাকার বিমানবন্দর বন্ধ থাকার পর কয়েক ঘণ্টা বিরতি দিয়ে চালু হয়। টিকিট পাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা। 

১০ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে তিনটি হবে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। সিরিজের পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত