Ajker Patrika

ভারতের কাছে ধবলধোলাইয়ের পরও যেখানে জ্যোতির তৃপ্তি 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মেয়েদের হারানোর কিছুই ছিল না। সিলেটে আজ পঞ্চম টি-টোয়েন্টি জিতলে বাংলাদেশ এড়াতে পারত ধবলধোলাই। নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেই সান্ত্বনার জয়টুকু পায়নি। হারা ম্যাচেও ইতিবাচক দিক খুঁজে পেলেন জ্যোতি। 

সিরিজ জুড়েই বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। শেষ টি-টোয়েন্টিতেই আজ বাংলাদেশ সিরিজের সর্বোচ্চ স্কোর ১৩৫ রান করেছে। সেটাও করেছে ৫২ রানে ৫ উইকেট পড়ার পর। শেষ পর্যন্ত বাংলাদেশ ২১ রানে হেরে গেলে ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ৫-০ ব্যবধানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘আমরা এই সিরিজে অনেক কঠিন সময় পার করেছি। তবে আজ ব্যাটারদের অ্যাপ্রোচটা ভালো ছিল। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। ব্যাটিংয়ে আমাদের অ্যাপ্রোচ ও ইনটেন্ট নিয়েই কাজ করতে হবে। যেমন কয়েক জন ব্যাটার উইকেটে সেট হওয়ার পর আউট হয়ে যাচ্ছে।’ 

বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেছেন রিতু। ৩৩ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। ষষ্ঠ উইকেটে শরীফা খাতুনের সঙ্গে ৪১ বলে ৫৭ রানের জুটি গড়তে অবদান রাখেন রিতু। রিতুর ব্যাটিংয়ের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘রিতু আজ দেখাল কীভাবে ব্যাটিং করতে হয়।’ 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন ভারতের বাঁহাতি স্পিনার রাধা যাদব। রাধার পরই সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুই ও তিনে রাবেয়া খান ও মারুফা আকতার। ৮ ও ৫ উইকেট নিয়েছেন রাবেয়া ও মারুফা। প্রয়োজনের সময় উইকেটও এনে দিয়েছেন তাঁরা। দুই বোলারের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘রাবেয়া ও নাহিদা দুই বোলার যারা বোলিংয়ে ভালো করেছে। মারুফা টুর্নামেন্টজুড়েই ভালো বোলিং করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত