ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড নৈপুণ্য ব্যাটিংয়ে চার ফিফটিসহ ৬০.৫০ গড়ে ২৪২ রান করেন তখনকার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। পাশাপাশি ১৭.৬৬ গড়ে শিকার করেন ১২ উইকেট।
সেই বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। যুব বিশ্বকাপের আলোচনা এলে তাই সামনের সারিতেই থাকেন এই অলরাউন্ডার। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সর্বকালের সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশে জায়গা করে নিয়েছেন মিরাজ।
গত রাতে শেষ হয়েছে আরেকটি যুব বিশ্বকাপ। নিজের ইউটিউব চ্যানেলে যুব বিশ্বকাপের আলোচনায় সর্বকালের সেরা যুব বিশ্বকাপ একাদশ বেছে নেন আকাশ। একমাত্র ইংল্যান্ড থেকে দুইজন আছেন এই একাদশে। ওপেনিংয়ে বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজমকে রেখেছেন আকাশ। তিনে তাঁর পছন্দ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে।
চারে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেছেন আকাশ। তাঁর পরেই আছেন আন্তর্জাতিক ক্রিকেট থিতু হতে না পারা সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। চান্দিমালের পর আকাশের সেরা একাদশে আছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এউইন মরগান। সাতে নামবেন ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার।
একাদশে অলরাউন্ডার হিসেবে এর পরেই আছেন মিরাজ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে আকাশ বেছে নিয়েছেন ক্রিস ওকসকে। পেসার হিসেবে ব্যাটারদের পরীক্ষা নেবেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
আকাশ চোপড়ার সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশ:
বাবর আজম, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, দিনেশ চান্দিমাল, এউইন মরগান, শিমরন হেটমায়ার, মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদি।
মেহেদী হাসান মিরাজ সম্পর্কিত আরও পড়ুন:
ঘরের মাঠে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড নৈপুণ্য ব্যাটিংয়ে চার ফিফটিসহ ৬০.৫০ গড়ে ২৪২ রান করেন তখনকার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। পাশাপাশি ১৭.৬৬ গড়ে শিকার করেন ১২ উইকেট।
সেই বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। যুব বিশ্বকাপের আলোচনা এলে তাই সামনের সারিতেই থাকেন এই অলরাউন্ডার। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সর্বকালের সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশে জায়গা করে নিয়েছেন মিরাজ।
গত রাতে শেষ হয়েছে আরেকটি যুব বিশ্বকাপ। নিজের ইউটিউব চ্যানেলে যুব বিশ্বকাপের আলোচনায় সর্বকালের সেরা যুব বিশ্বকাপ একাদশ বেছে নেন আকাশ। একমাত্র ইংল্যান্ড থেকে দুইজন আছেন এই একাদশে। ওপেনিংয়ে বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজমকে রেখেছেন আকাশ। তিনে তাঁর পছন্দ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে।
চারে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেছেন আকাশ। তাঁর পরেই আছেন আন্তর্জাতিক ক্রিকেট থিতু হতে না পারা সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। চান্দিমালের পর আকাশের সেরা একাদশে আছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এউইন মরগান। সাতে নামবেন ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার।
একাদশে অলরাউন্ডার হিসেবে এর পরেই আছেন মিরাজ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে আকাশ বেছে নিয়েছেন ক্রিস ওকসকে। পেসার হিসেবে ব্যাটারদের পরীক্ষা নেবেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
আকাশ চোপড়ার সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশ:
বাবর আজম, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, দিনেশ চান্দিমাল, এউইন মরগান, শিমরন হেটমায়ার, মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদি।
মেহেদী হাসান মিরাজ সম্পর্কিত আরও পড়ুন:
ভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
১ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ১৫ সদস্যের দলে থাকলেও একাদশে নামা হয়নি তাঁর। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল বিবর্ণ। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি।
৩ ঘণ্টা আগেস্কোরকার্ড দেখে সব সময় কোনো ম্যাচের পুরোটা বোঝা যায় না। এই যেমন পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের পিএসজি-লিভারপুল ম্যাচ। গত রাতে ম্যাচটি লিভারপুল জিতেছে ১-০ গোলে। এই ম্যাচটিই দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে।
৩ ঘণ্টা আগে