নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপে বলতে গেলে ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহর দল। প্রত্যাশার বেলুনটা এভাবে ফুটো হয়ে যাবে মানতে পারছেন না দর্শক, ভাবতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশ্বকাপ ব্যর্থতা থেকে উত্তরণে দ্রুত করণীয় ঠিক করতে এর মধ্যেই কাজ শুরুও করেছে বোর্ড। বোর্ডের ভাবনায় আছে টি-টোয়েন্টি সংস্করণের জন্য পৃথক একটি দল গঠনের দিকেও।
বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকগুলো পরিবর্তন আসছে। ‘টিম ডিরেক্টর’ হিসেবে নতুন পদ সৃষ্টি করে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত করতে চাইছে মোহাম্মদ সালাউদ্দিনকেও।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে আজ সকালে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে ডাকের অপেক্ষায় থাকা সাত ক্রিকেটার নিয়ে কাজ করেন সুজন। প্রায় তিন ঘণ্টা ধরে সুজনের সঙ্গে একাডেমি মাঠ ও ইনডোরে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এ সময় সালাউদ্দিনও আসেন সেখানে। তিনি কিছু দূরে বসে ক্রিকেটারদের অনুশীলন পরখ করেন।
পরে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন সুজন। অনুশীলনে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে জানিয়ে বলেন, ‘নির্বাচকেরা দেখতে চেয়েছেন (নতুনদের), সামনে যেহেতু খেলা আছে পাকিস্তানের সঙ্গে। কোচরাও কেউ নেই, কাজ করার ব্যাপারটা ছিল ওদের সঙ্গে। যেহেতু টি–টোয়েন্টি খেলা সামনে, এটা মাথায় নিয়েই তো খেলতে হবে। অনুশীলন করতে হবে। ওই রকমই অনুশীলন করানোর চেষ্টা করেছি।’
সামনে অনেকগুলো পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সুজন। বলেছেন, ‘পরিবর্তন অবশ্যই হবে। পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসবে। তবে এই সিরিজটা যেহেতু কাছে, খুব বড় কিছু পরিবর্তন হবে তা না, আমাদের দলটা সেট করা আছে, টেস্টেও আমাদের একটা ভালো টিম সেট করা আছে। তরুণ ছেলেদের টি-টোয়েন্টি সংস্করণে যুক্ত করার পরিকল্পনা আছে। যেহেতু এই সংস্করণে আমরা ভালো খেলছি না। আমি বলছি না যে এই ছেলেরা (তরুণেরা) খেললেই বাংলাদেশ জিতবে। কিন্তু ছেলেদের তৈরি করাটা বড় ব্যাপার। পর্যায়ক্রমে করতে হবে। তবে সেটা সময় সাপেক্ষ।’
বিশ্বকাপে বলতে গেলে ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহর দল। প্রত্যাশার বেলুনটা এভাবে ফুটো হয়ে যাবে মানতে পারছেন না দর্শক, ভাবতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশ্বকাপ ব্যর্থতা থেকে উত্তরণে দ্রুত করণীয় ঠিক করতে এর মধ্যেই কাজ শুরুও করেছে বোর্ড। বোর্ডের ভাবনায় আছে টি-টোয়েন্টি সংস্করণের জন্য পৃথক একটি দল গঠনের দিকেও।
বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকগুলো পরিবর্তন আসছে। ‘টিম ডিরেক্টর’ হিসেবে নতুন পদ সৃষ্টি করে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত করতে চাইছে মোহাম্মদ সালাউদ্দিনকেও।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে আজ সকালে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে ডাকের অপেক্ষায় থাকা সাত ক্রিকেটার নিয়ে কাজ করেন সুজন। প্রায় তিন ঘণ্টা ধরে সুজনের সঙ্গে একাডেমি মাঠ ও ইনডোরে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এ সময় সালাউদ্দিনও আসেন সেখানে। তিনি কিছু দূরে বসে ক্রিকেটারদের অনুশীলন পরখ করেন।
পরে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন সুজন। অনুশীলনে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে জানিয়ে বলেন, ‘নির্বাচকেরা দেখতে চেয়েছেন (নতুনদের), সামনে যেহেতু খেলা আছে পাকিস্তানের সঙ্গে। কোচরাও কেউ নেই, কাজ করার ব্যাপারটা ছিল ওদের সঙ্গে। যেহেতু টি–টোয়েন্টি খেলা সামনে, এটা মাথায় নিয়েই তো খেলতে হবে। অনুশীলন করতে হবে। ওই রকমই অনুশীলন করানোর চেষ্টা করেছি।’
সামনে অনেকগুলো পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সুজন। বলেছেন, ‘পরিবর্তন অবশ্যই হবে। পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসবে। তবে এই সিরিজটা যেহেতু কাছে, খুব বড় কিছু পরিবর্তন হবে তা না, আমাদের দলটা সেট করা আছে, টেস্টেও আমাদের একটা ভালো টিম সেট করা আছে। তরুণ ছেলেদের টি-টোয়েন্টি সংস্করণে যুক্ত করার পরিকল্পনা আছে। যেহেতু এই সংস্করণে আমরা ভালো খেলছি না। আমি বলছি না যে এই ছেলেরা (তরুণেরা) খেললেই বাংলাদেশ জিতবে। কিন্তু ছেলেদের তৈরি করাটা বড় ব্যাপার। পর্যায়ক্রমে করতে হবে। তবে সেটা সময় সাপেক্ষ।’
এক শ দিনের বেশি সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের বাইরের এই দীর্ঘ বিরতিতে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে...
১৪ মিনিট আগেযা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১২ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১৩ ঘণ্টা আগে