Ajker Patrika

জানুয়ারিতে পরিবর্তনের আভাস : কাজ শুরুর পর সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ০৯
জানুয়ারিতে পরিবর্তনের আভাস : কাজ শুরুর পর সুজন

বিশ্বকাপে বলতে গেলে ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহর দল। প্রত্যাশার বেলুনটা এভাবে ফুটো হয়ে যাবে মানতে পারছেন না দর্শক, ভাবতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশ্বকাপ ব্যর্থতা থেকে উত্তরণে দ্রুত করণীয় ঠিক করতে এর মধ্যেই কাজ শুরুও করেছে বোর্ড। বোর্ডের ভাবনায় আছে টি-টোয়েন্টি সংস্করণের জন্য পৃথক একটি দল গঠনের দিকেও। 

বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকগুলো পরিবর্তন আসছে। ‘টিম ডিরেক্টর’ হিসেবে নতুন পদ সৃষ্টি করে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত করতে চাইছে মোহাম্মদ সালাউদ্দিনকেও। 

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে আজ সকালে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে ডাকের অপেক্ষায় থাকা সাত ক্রিকেটার নিয়ে কাজ করেন সুজন। প্রায় তিন ঘণ্টা ধরে সুজনের সঙ্গে একাডেমি মাঠ ও ইনডোরে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এ সময় সালাউদ্দিনও আসেন সেখানে। তিনি কিছু দূরে বসে ক্রিকেটারদের অনুশীলন পরখ করেন। 

পরে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন সুজন। অনুশীলনে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে জানিয়ে বলেন, ‘নির্বাচকেরা দেখতে চেয়েছেন (নতুনদের), সামনে যেহেতু খেলা আছে পাকিস্তানের সঙ্গে। কোচরাও কেউ নেই, কাজ করার ব্যাপারটা ছিল ওদের সঙ্গে। যেহেতু টি–টোয়েন্টি খেলা সামনে, এটা মাথায় নিয়েই তো খেলতে হবে। অনুশীলন করতে হবে। ওই রকমই অনুশীলন করানোর চেষ্টা করেছি।’ 

সামনে অনেকগুলো পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সুজন। বলেছেন, ‘পরিবর্তন অবশ্যই হবে। পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসবে। তবে এই সিরিজটা যেহেতু কাছে, খুব বড় কিছু পরিবর্তন হবে তা না, আমাদের দলটা সেট করা আছে, টেস্টেও আমাদের একটা ভালো টিম সেট করা আছে। তরুণ ছেলেদের টি-টোয়েন্টি সংস্করণে যুক্ত করার পরিকল্পনা আছে। যেহেতু এই সংস্করণে আমরা ভালো খেলছি না। আমি বলছি না যে এই ছেলেরা (তরুণেরা) খেললেই বাংলাদেশ জিতবে। কিন্তু ছেলেদের তৈরি করাটা বড় ব্যাপার। পর্যায়ক্রমে করতে হবে। তবে সেটা সময় সাপেক্ষ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত