নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লক্ষ্যটা একটু বড়ই ছিল খুলনা টাইগার্সের। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির সুবাদে চিটাগং কিংস জয়ের জন্য ২০১ রানের রক্ষ্য দিয়েছিল খুলনাকে। যে ব্যাটিংয়ে এসে ৯ উইকেটে তারা তুলতে পারে ১৫৫ রান। তাতে চিটাগংয়ের জয় ৪৫ রানে।
বড় রান তাড়া করার মতো ভালো শুরু পায়নি খুলনা। উল্টো ৭১ রানে ৫ উইকেট খুইয়ে কক্ষচ্যুত হয়ে যায় তারা। দারউইশ রসুলি ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন, মোহাম্মদ নওয়াজ ২৫। ২৫ রানে ৩ উইকেট নিয়ে চিটাগং কিংসের সফল বোলার আরাফাত সানি।
এর আগে টস হেরে প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০০ রান তোলে চিটাগং কিংস। এই দু শ রানের মধ্যে একাই ১০১ রান করেন গ্রাহাম ক্লার্ক। ক্লার্কের সেঞ্চুরি পাওয়ার দিনে রানে ফিরেছেন চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমন।
দলীয় ১৮ রানে ফিরে যান ওপেনার উসমান খান (১০)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ইমন ও গ্রাহাম ক্লার্ক ৬৩ বলে করেন ১২৮ রান। এই জুটিতেই বড় স্কোরের ভিত পেয়ে যায় চিটাগং। চিটাগংয়ের হয়ে আগের ৪ ম্যাচে ১৩, ০, ১৭ ও ৭ রান করা ইমন এদিন আউট হওয়ার আগে ২৯ বলে করেন ৩৯ রান। আর ক্লার্ক ১০১ রান করেন ২০২.০০ স্টাইকরেটে। ৭টি চার ও ৬টি ছয়ে রানের তিন অঙ্কে পা রাখেন গ্রাহাম ক্লার্ক। সালমান ইরশাদের শিকার হয়ে যখন তিনি ফিরলেন, তখন চিটাগংয়ের রান ১৬৮। পরের ব্যাটারদের ছোট ছোট অবদানে ২০০ ছোঁয় চিটাগং। মোহাম্মদ নেওয়াজ ও সালমান ইরশাদ নিয়েছেন ৩টি করে উইকেট।
লক্ষ্যটা একটু বড়ই ছিল খুলনা টাইগার্সের। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির সুবাদে চিটাগং কিংস জয়ের জন্য ২০১ রানের রক্ষ্য দিয়েছিল খুলনাকে। যে ব্যাটিংয়ে এসে ৯ উইকেটে তারা তুলতে পারে ১৫৫ রান। তাতে চিটাগংয়ের জয় ৪৫ রানে।
বড় রান তাড়া করার মতো ভালো শুরু পায়নি খুলনা। উল্টো ৭১ রানে ৫ উইকেট খুইয়ে কক্ষচ্যুত হয়ে যায় তারা। দারউইশ রসুলি ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন, মোহাম্মদ নওয়াজ ২৫। ২৫ রানে ৩ উইকেট নিয়ে চিটাগং কিংসের সফল বোলার আরাফাত সানি।
এর আগে টস হেরে প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০০ রান তোলে চিটাগং কিংস। এই দু শ রানের মধ্যে একাই ১০১ রান করেন গ্রাহাম ক্লার্ক। ক্লার্কের সেঞ্চুরি পাওয়ার দিনে রানে ফিরেছেন চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমন।
দলীয় ১৮ রানে ফিরে যান ওপেনার উসমান খান (১০)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ইমন ও গ্রাহাম ক্লার্ক ৬৩ বলে করেন ১২৮ রান। এই জুটিতেই বড় স্কোরের ভিত পেয়ে যায় চিটাগং। চিটাগংয়ের হয়ে আগের ৪ ম্যাচে ১৩, ০, ১৭ ও ৭ রান করা ইমন এদিন আউট হওয়ার আগে ২৯ বলে করেন ৩৯ রান। আর ক্লার্ক ১০১ রান করেন ২০২.০০ স্টাইকরেটে। ৭টি চার ও ৬টি ছয়ে রানের তিন অঙ্কে পা রাখেন গ্রাহাম ক্লার্ক। সালমান ইরশাদের শিকার হয়ে যখন তিনি ফিরলেন, তখন চিটাগংয়ের রান ১৬৮। পরের ব্যাটারদের ছোট ছোট অবদানে ২০০ ছোঁয় চিটাগং। মোহাম্মদ নেওয়াজ ও সালমান ইরশাদ নিয়েছেন ৩টি করে উইকেট।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৯ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১০ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৫ ঘণ্টা আগে