Ajker Patrika

ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়!

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ এখনো শেষ হয়নি। সামনের ইংল্যান্ড সিরিজে শাস্ত্রীই থাকছেন ভারতীয় দলের কোচের ভূমিকায়। তবে শিরোনামটাও ভুল মনে হবে না যখন শুনবেন, ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ধাওয়ান-পান্ডিয়াদের কোচ হিসেবে থাকতে পারেন রাহুল দ্রাবিড়।

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতের। কদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী নিজেই সফরটি নিশ্চিত করেছেন। একই সময়ে ইংল্যান্ডে থাকবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

একই সময়ে দুই সফরে দুটি দল খেলানোর কথা ভাবছে বিসিসিআই। ইংল্যান্ডে কোহলিদের সঙ্গে কোচ হিসেবে শাস্ত্রী তো থাকছেনই। ভারতের অনূর্ধ্ব-১৯ আর ‘এ’ দলের হয়ে দারুণ সাফল্য পাওয়া দ্রাবিড় এ সময় সামলাতে পারেন শ্রীলঙ্কা সফরে থাকা ভারতীয় দলকে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে আর তিনটি টি টোয়েন্টি খেলবে ভারত। তিনটি ওয়ানডে হবে ১৩, ১৬ ও ১৯ জুলাই। টি–টোয়েন্টি ম্যাচগুলো হবে ২২, ২৪ ও ২৭ জুলাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত