নিজস্ব প্রতিবেদক
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৯ বছর পর বাংলাদেশ এসেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের ফল কী হবে? প্রশ্নটা যদি কাগিসো রাবাদাকে করা যায় তাহলে উত্তর হবে—দক্ষিণ আফ্রিকা ২:০ বাংলাদেশ।
মিরপুরে ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের সম্প্রচারের দায়িত্ব থাকা টি স্পোর্টসকে এমনটাই বললেন প্রোটিয়া পেসার। তাঁর ভাষায়, ‘আশা করি ফলটা ২-০ হবে।’ তবে রাবাদার পূর্বানুমান, ‘সন্দেহ নেই, কঠিন একটা সিরিজ হতে যাচ্ছে আর আমরা এর জন্য প্রস্তুত।’
টেস্টে এই পর্যন্ত দুই দল ১৪টি ম্যাচ খেলেছে। যার ১২ টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ পরিসরের ক্রিকেটে প্রোটিয়াদের বিপক্ষে কোনো সুখ স্মৃতি নেই বাংলাদেশের। বাকি যে দুটি টেস্ট ড্র হয়েছে, সেটিও তাদের সবশেষ বাংলাদেশ সফরে, ড্র হয়েছিল বৃষ্টির কল্যাণে।
তবে পিচের আচরণ কী রকম হবে সেটা এখনই নিশ্চিত হতে পারছেন না রাবাদা, ‘শেষ যখন ২০১৪ সালে আমরা এখানে ওয়ানডে খেলি, যত দূর মনে পড়ে পিচে হালকা বাউন্স আর কিছু সিমের মুভমেন্টও পাওয়া যেত। কিন্তু উইকেট থেকে ঘাস উবে যাওয়ার পর বল টার্ন করা শুরু করে।’
ঢাকায় পা রাখার পর নেটে পুরোনো বল হাতে অনেক ঝাম ঝরিয়েছেন রাবাদা। পুরোনো বলে প্র্যাকটিসের অর্থই, প্রোটিয়াদের ধারণা মিরপুরে মন্থর উইকেটে রিভার্স সুইং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের ব্যাটারদের বিপাকে ফেলতে পুরোনো বলে সেই রির্ভাস সুইং অস্ত্রই ব্যবহার করার পরিকল্পনা ৩০০ উইকেটে মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা রাবাদার।
এদিক আগের দিন দক্ষিণ আফ্রিকান সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সফরকারী দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। মিরপুরে সাকিব না খেললে সেটা আখেরে স্বাগতিক দলেরই ক্ষতি বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ‘অলরাউন্ডার সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা আমাদের জ্যাক ক্যালিস মতো। সে না খেললে দলে ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। সংশয়ে থাকতে হয়, আপনি বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৯ বছর পর বাংলাদেশ এসেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের ফল কী হবে? প্রশ্নটা যদি কাগিসো রাবাদাকে করা যায় তাহলে উত্তর হবে—দক্ষিণ আফ্রিকা ২:০ বাংলাদেশ।
মিরপুরে ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের সম্প্রচারের দায়িত্ব থাকা টি স্পোর্টসকে এমনটাই বললেন প্রোটিয়া পেসার। তাঁর ভাষায়, ‘আশা করি ফলটা ২-০ হবে।’ তবে রাবাদার পূর্বানুমান, ‘সন্দেহ নেই, কঠিন একটা সিরিজ হতে যাচ্ছে আর আমরা এর জন্য প্রস্তুত।’
টেস্টে এই পর্যন্ত দুই দল ১৪টি ম্যাচ খেলেছে। যার ১২ টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ পরিসরের ক্রিকেটে প্রোটিয়াদের বিপক্ষে কোনো সুখ স্মৃতি নেই বাংলাদেশের। বাকি যে দুটি টেস্ট ড্র হয়েছে, সেটিও তাদের সবশেষ বাংলাদেশ সফরে, ড্র হয়েছিল বৃষ্টির কল্যাণে।
তবে পিচের আচরণ কী রকম হবে সেটা এখনই নিশ্চিত হতে পারছেন না রাবাদা, ‘শেষ যখন ২০১৪ সালে আমরা এখানে ওয়ানডে খেলি, যত দূর মনে পড়ে পিচে হালকা বাউন্স আর কিছু সিমের মুভমেন্টও পাওয়া যেত। কিন্তু উইকেট থেকে ঘাস উবে যাওয়ার পর বল টার্ন করা শুরু করে।’
ঢাকায় পা রাখার পর নেটে পুরোনো বল হাতে অনেক ঝাম ঝরিয়েছেন রাবাদা। পুরোনো বলে প্র্যাকটিসের অর্থই, প্রোটিয়াদের ধারণা মিরপুরে মন্থর উইকেটে রিভার্স সুইং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের ব্যাটারদের বিপাকে ফেলতে পুরোনো বলে সেই রির্ভাস সুইং অস্ত্রই ব্যবহার করার পরিকল্পনা ৩০০ উইকেটে মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা রাবাদার।
এদিক আগের দিন দক্ষিণ আফ্রিকান সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সফরকারী দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। মিরপুরে সাকিব না খেললে সেটা আখেরে স্বাগতিক দলেরই ক্ষতি বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ‘অলরাউন্ডার সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা আমাদের জ্যাক ক্যালিস মতো। সে না খেললে দলে ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। সংশয়ে থাকতে হয়, আপনি বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন।’
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৯ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৯ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
১০ ঘণ্টা আগে