কদিন আগে ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ ছিল আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া।
পরের দিন উসমান খাজা বলেছিলেন, ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে।
সপ্তাহজুড়েই ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে পক্ষে-বিপক্ষে হয়েছে নানা আলোচনা। এবার এ নিয়ে কথা বললেন স্বয়ং আইসিসির প্রধাণ নির্বাহী জিওফ অ্যালারডাইস। তিনি জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেট নিয়ে কোনো শঙ্কা নেই।
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে থাকার কথা জানিয়েছেন অ্যালারডাইস। ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘শুধু ওয়ানডে নয়; সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দেশগুলো তাদের এফটিপিতে উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে পাচ্ছে। কাজেই আমার মনে হয়, ওয়ানডেতে তেমন কোনো বদল আসছে না। আগের পরিকল্পনা অনুযায়ী সব চলছে।’
ক্রিকেট বোর্ডগুলো এখন আন্তর্জাতিক সূচির ফাঁকে আয়োজন করছে ফ্র্যাঞ্চাইজি লিগ। এগুলোর সমন্বয় আয়োজক বোর্ডগুলোকেই সামলাতে বলছেন অ্যালারডাইস, ‘প্রত্যেকে তাদের ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে আন্তর্জাতিক সূচিতে সমন্বয় করে চলবে।’
এ বছর অক্টোবরে টি-টোয়ন্টি বিশ্বকাপ, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। ২০২৪ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে আছে চ্যাম্পিয়নস ট্রফি। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দ্বিপক্ষীয় সিরিজ তো আছেই। এ নিয়ে আইসিসি নির্বাহী বলছেন, ‘হ্যাঁ, ক্যালেন্ডারে প্রচুর চাপ আছে। কিন্তু আমি নিশ্চিত নই এটা খুব উদ্বেগের বিষয় হবে কি না।’
কদিন আগে ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ ছিল আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া।
পরের দিন উসমান খাজা বলেছিলেন, ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে।
সপ্তাহজুড়েই ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে পক্ষে-বিপক্ষে হয়েছে নানা আলোচনা। এবার এ নিয়ে কথা বললেন স্বয়ং আইসিসির প্রধাণ নির্বাহী জিওফ অ্যালারডাইস। তিনি জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেট নিয়ে কোনো শঙ্কা নেই।
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে থাকার কথা জানিয়েছেন অ্যালারডাইস। ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘শুধু ওয়ানডে নয়; সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দেশগুলো তাদের এফটিপিতে উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে পাচ্ছে। কাজেই আমার মনে হয়, ওয়ানডেতে তেমন কোনো বদল আসছে না। আগের পরিকল্পনা অনুযায়ী সব চলছে।’
ক্রিকেট বোর্ডগুলো এখন আন্তর্জাতিক সূচির ফাঁকে আয়োজন করছে ফ্র্যাঞ্চাইজি লিগ। এগুলোর সমন্বয় আয়োজক বোর্ডগুলোকেই সামলাতে বলছেন অ্যালারডাইস, ‘প্রত্যেকে তাদের ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে আন্তর্জাতিক সূচিতে সমন্বয় করে চলবে।’
এ বছর অক্টোবরে টি-টোয়ন্টি বিশ্বকাপ, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। ২০২৪ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে আছে চ্যাম্পিয়নস ট্রফি। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দ্বিপক্ষীয় সিরিজ তো আছেই। এ নিয়ে আইসিসি নির্বাহী বলছেন, ‘হ্যাঁ, ক্যালেন্ডারে প্রচুর চাপ আছে। কিন্তু আমি নিশ্চিত নই এটা খুব উদ্বেগের বিষয় হবে কি না।’
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ হয়েছে গত সপ্তাহে। দেড় মাসের বেশি সময় ধরে চলা ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘটেছে অনেক আলোচিত ঘটনা। মাঠের ক্রিকেট তো বটেই, এর বাইরেও অনেক ঘটনায় হয়েছে আলোচনা-সমালোচনা। যার মধ্যে একটি ঘটনায় ভারতীয় ক্রিকেটারের শাস্তির দাবি করছেন বেন ডাকেটের শৈশবের কোচ।
২ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। জিতেছে পাকিস্তান। ম্যাচসেরা অবশ্য তিনি হতে পারেননি, হয়েছেন অভিষিক্ত হাসান নওয়াজ। ওয়েস্ট ইন্ডিজের ২৮০ রান টপকে যেতে নওয়াজ খেলেছেন ৫৪ বলে হার না মানা ৬৩ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান তাড়া করার নিজেদের নতুন...
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো ইলেকট্রনিক ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা অনুমোদিত এই ভার্চুয়াল টুর্নামেন্টে টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে কনসোল ও মোবাইল ক্যাটাগরিতে। ফিফার সহযোগিতায় আয়োজিত ই-ফুটবল প্রতিযোগিতার প্রথম ধাপ, চ্যালেঞ্জার সিরিজ ইতিমধ্যে শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলার সেন্টার উইকেট নতুন ঘাসে মোড়া। এবারে বর্ষার বৃষ্টিতে রং হয়েছে গাঢ় সবুজ। ঠিক এই জায়গাতেই টানা ১৫ বছর কিউরেটরের দায়িত্ব সামলেছেন শ্রীলঙ্কার গামিনি ডি সিলভা। এবার এই সবুজ মাঠ যে তাঁকে বিদায় জানাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরেই কলম্বোর ফ্লাইট ধরবেন তিনি।
৩ ঘণ্টা আগে