Ajker Patrika

আনন্দের দিনেও তামিমের দুঃখপ্রকাশ, কিন্তু কেন

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ১৮
বেলসপার্কের মঞ্চে সমর্থকদের সামনে তামিম। ছবি: ফরচুন বরিশাল
বেলসপার্কের মঞ্চে সমর্থকদের সামনে তামিম। ছবি: ফরচুন বরিশাল

বরিশাল শহরের বেলস পার্ক তখন লোকারণ্য। এখানে বিপিএল ট্রফি নিয়ে আসবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়রা। ট্রফি এবং জাতীয় ক্রিকেটারদের দেখতে দুপুর থেকেই জড়ো হতে থাকেন স্থানীয় মানুষ। তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক। অপেক্ষার প্রহর কাটিয়ে বিকেল ৪টার দিকে ট্রফি হাতে তামিমরা মাঠে এলেন। তখন দর্শকদের কী আনন্দ, কী উচ্ছ্বাস!

কিন্তু কয়েক মিনিট পরই সেই আনন্দ-উচ্ছ্বাস রূপ নেয় ক্ষোভ ও হতাশায়। তাদের হয়তো আশা ছিল, সেখানে তামিমরা বেশ কিছু সময় থাকবেন, দর্শকদের উদ্দেশে কিছু বলবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিন-চার মিনিট পরই বেলস পার্ক থেকে সটকে পড়েন তামিমরা! তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। মঞ্চ ভেঙে সেই ক্ষোভও প্রকাশ করেন বেলস পর্কে উপস্থিত হওয়া ফরচুন বরিশালের সমর্থকেরা।

তো দর্শকদের হতাশ করে, ক্ষুব্ধ করে কেন দ্রুত বেলস পার্ক ছাড়লেন তামিমরা? এই প্রশ্নের উত্তর ফরচুন বরিশালের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় দলের অধিনায়ক তামিম বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল।

আমাদের দেখা হবে। প্রত্যেক খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’

অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করেছেন তামিম। নিজের ফেসবুক পেজে ফরচুন বরিশাল অধিনায়ক লিখেছেন, ‘আমরা আপ্লুত ও দুঃখিত।

আপ্লুত আপনাদের ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে। তবে এবারই শেষ নয়; আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে দেখা হবে আবার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত