Ajker Patrika

দুই দিনে টেস্ট হেরে অধিনায়কত্ব হারালেন আসগর

ক্রীড়া ডেস্ক
দুই দিনে টেস্ট হেরে অধিনায়কত্ব হারালেন আসগর

ঢাকা: ২০১৯ বিশ্বকাপের পর দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের অধিনায়কত্ব পেয়েছিলেন আসগর আফগান। তবে ১৫ মাসের বেশি অধিনায়কত্ব করতে পারলেন না আফগানদের প্রথম টেস্ট অধিনায়ক। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর কিছু সিদ্ধান্তে খুশি হতে পারেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সব সংস্করণের অধিনায়কত্ব থেকে তাই আসগরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে এসিবি।

আপাতত টেস্ট আর ওয়ানডের জন্য একজন অধিনায়ক বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দুই সংস্করণের জন্য টেস্ট দলের নিয়মিত মুখ হাশমতউল্লাহ শহীদিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন রহমত শাহ। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। আগের মতোই সহ-অধিনায়ক হিসেবে থাকছেন লেগ-স্পিনার রশিদ খান।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন হাশমতউল্লাহ। আসগরের সঙ্গে গড়েন ৩০৭ রানের রেকর্ড জুটি। দুজনের দুর্দান্ত জুটিতে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল আফগানিস্তান। তবে আসগরের জন্য কাল হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি দুই দিনেই হেরেছিল আফগানরা। আর সে ম্যাচে আসগরের নেওয়া কিছু সিদ্ধান্তই নাকি দলের হারের কারণ। এ ব্যাপারে এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত কমিটির করা এক প্রতিবেদনের ভিত্তিতেই আসগরের থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে আসগরের নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে মার্চে আবুধাবিতে হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল আফগানিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত