ক্রীড়া ডেস্ক
বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে এবার কাটতে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।প্রস্তুতিপর্বের শুরুতেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ-স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচ গতকাল হয়েছে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি(এলসিসিএ) গ্রাউন্ডে। এই ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জ্যোতিরা ম্যাচটি জিতেছেন ৫১ বল হাতে রেখে।
লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন সারাহ ব্রাইস। ডারসি কার্টার ও ক্যাথেরিন ফ্রেজার করেন ৫৫ ও ৫২ রান। যেখানে ফ্রেজার অপরাজিত থাকেন। বাংলাদেশের রিতু মনি ২২ রানে নিয়েছেন ২ উইকেট। মারুফা আক্তার পেয়েছেন ১ উইকেট। তিনিও খরচ করেন ২২ রান।
জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪১.৩ ওভারে ৫ উইকেটে করে ২৫২ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন ফারজানা হক পিংকি। স্কটল্যান্ডের ক্লো অ্যাবেল ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। আর কার্টার ৩৪ রানে পেয়েছেন ১ উইকেট।
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়ামে ৯ এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আরও পড়ুন:
বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে এবার কাটতে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।প্রস্তুতিপর্বের শুরুতেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ-স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচ গতকাল হয়েছে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি(এলসিসিএ) গ্রাউন্ডে। এই ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জ্যোতিরা ম্যাচটি জিতেছেন ৫১ বল হাতে রেখে।
লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন সারাহ ব্রাইস। ডারসি কার্টার ও ক্যাথেরিন ফ্রেজার করেন ৫৫ ও ৫২ রান। যেখানে ফ্রেজার অপরাজিত থাকেন। বাংলাদেশের রিতু মনি ২২ রানে নিয়েছেন ২ উইকেট। মারুফা আক্তার পেয়েছেন ১ উইকেট। তিনিও খরচ করেন ২২ রান।
জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪১.৩ ওভারে ৫ উইকেটে করে ২৫২ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন ফারজানা হক পিংকি। স্কটল্যান্ডের ক্লো অ্যাবেল ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। আর কার্টার ৩৪ রানে পেয়েছেন ১ উইকেট।
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়ামে ৯ এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আরও পড়ুন:
খেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
২৭ মিনিট আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
২ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
৩ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৪ ঘণ্টা আগে