Ajker Patrika

ডাবল সেঞ্চুরি কেউ এখনো করেনি, পিংকিকে জ্যোতি

আপডেট : ২২ জুলাই ২০২৩, ২৩: ০১
ডাবল সেঞ্চুরি কেউ এখনো করেনি, পিংকিকে জ্যোতি

মেয়েদের ক্রিকেটে ইতিহাস গড়েছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে পেয়েছেন সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরি নিয়ে সংবাদ সম্মেলনে মজার কাহিনিও শুনিয়েছেন বাংলাদেশি ব্যাটার। 

বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি কে করবে—সেটি নিয়ে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে প্রায়ই খুনসুটি হতো বলে জানিয়েছেন পিংকি। শেষ পর্যন্ত সবার আগে নিজে সেঞ্চুরি করলেও কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশি অধিনায়ককে। তিনি বলেছেন, ‘আমার পাশে যে বসে (জ্যোতি) আছে, সে সব সময় আমাকে বলত পিংকি আপু আমি কিন্তু আগে সেঞ্চুরি করব। আমি শুধু সব সময় শুনতাম। কখনো উত্তর দিইনি। আসলে আমার আর ওর পজিশনটা...ক্লাব বা জাতীয় দলে আমাদের ওপরেই ব্যাটিং করতে হয়। সব সময় মনে করতাম, আচ্ছা! ঠিক আছে। আপনিই কইরেন। আমার এই সেঞ্চুরির ৭০-৮০ ভাগ হচ্ছে ওর জন্য।’ 

পিংকি সেঞ্চুরি করায় জ্যোতির আশা ভঙ্গ হওয়ায় এবার ডাবল সেঞ্চুরি করার চিন্তা করছেন বাংলাদেশি অধিনায়ক। তিনি মজা করে পিংকিকে বলেছেন, ‘ডাবল সেঞ্চুরি কেউ এখনো করেনি।’ 

তবে আজ রেকর্ড সেঞ্চুরি করার কোনো পরিকল্পনাই নাকি ছিল না পিংকির। লম্বা সময় ব্যাটিং করার ইচ্ছা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ওপেনার। শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পেরে বেশ খুশি হয়েছেন তিনি। ম্যাচ শেষে ৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আসলে আজকে শুধু সময় নিয়ে ব্যাটিং করার ইচ্ছা ছিল। এটা করতে পেরেছি, এতেই আমার ভালো লেগেছে।’ 

তবে ঠিকই মনে মনে নিজেই সেঞ্চুরি করতে চেয়েছিলেন পিংকি। সেটা তিনি বলেছেনও, ‘আমি ওকে (জ্যোতি) দেখানোর জন্য যে কেউ করতে পারলে আমারই সেই সম্ভাবনা থাকতে পারে। নিজের ব্যাটিং দক্ষতার ওপর আমার অনেক বিশ্বাস ছিল। যেহেতু আমি ভালো শুরু পাচ্ছি, যত দূর নেওয়া যায়। দিন শেষে সেঞ্চুরিটা হয়ে গেছে।’ 

পিংকির রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশ-ভারতের শেষ ওয়ানডে টাই হয়েছে মিরপুরে। এতে করে সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। এমন সেঞ্চুরির পর ম্যাচসেরা না হলেও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন পিংকি। ৩ ম্যাচে ১৮১ রান করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত