মেয়েদের ক্রিকেটে ইতিহাস গড়েছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে পেয়েছেন সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরি নিয়ে সংবাদ সম্মেলনে মজার কাহিনিও শুনিয়েছেন বাংলাদেশি ব্যাটার।
বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি কে করবে—সেটি নিয়ে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে প্রায়ই খুনসুটি হতো বলে জানিয়েছেন পিংকি। শেষ পর্যন্ত সবার আগে নিজে সেঞ্চুরি করলেও কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশি অধিনায়ককে। তিনি বলেছেন, ‘আমার পাশে যে বসে (জ্যোতি) আছে, সে সব সময় আমাকে বলত পিংকি আপু আমি কিন্তু আগে সেঞ্চুরি করব। আমি শুধু সব সময় শুনতাম। কখনো উত্তর দিইনি। আসলে আমার আর ওর পজিশনটা...ক্লাব বা জাতীয় দলে আমাদের ওপরেই ব্যাটিং করতে হয়। সব সময় মনে করতাম, আচ্ছা! ঠিক আছে। আপনিই কইরেন। আমার এই সেঞ্চুরির ৭০-৮০ ভাগ হচ্ছে ওর জন্য।’
পিংকি সেঞ্চুরি করায় জ্যোতির আশা ভঙ্গ হওয়ায় এবার ডাবল সেঞ্চুরি করার চিন্তা করছেন বাংলাদেশি অধিনায়ক। তিনি মজা করে পিংকিকে বলেছেন, ‘ডাবল সেঞ্চুরি কেউ এখনো করেনি।’
তবে আজ রেকর্ড সেঞ্চুরি করার কোনো পরিকল্পনাই নাকি ছিল না পিংকির। লম্বা সময় ব্যাটিং করার ইচ্ছা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ওপেনার। শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পেরে বেশ খুশি হয়েছেন তিনি। ম্যাচ শেষে ৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আসলে আজকে শুধু সময় নিয়ে ব্যাটিং করার ইচ্ছা ছিল। এটা করতে পেরেছি, এতেই আমার ভালো লেগেছে।’
তবে ঠিকই মনে মনে নিজেই সেঞ্চুরি করতে চেয়েছিলেন পিংকি। সেটা তিনি বলেছেনও, ‘আমি ওকে (জ্যোতি) দেখানোর জন্য যে কেউ করতে পারলে আমারই সেই সম্ভাবনা থাকতে পারে। নিজের ব্যাটিং দক্ষতার ওপর আমার অনেক বিশ্বাস ছিল। যেহেতু আমি ভালো শুরু পাচ্ছি, যত দূর নেওয়া যায়। দিন শেষে সেঞ্চুরিটা হয়ে গেছে।’
পিংকির রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশ-ভারতের শেষ ওয়ানডে টাই হয়েছে মিরপুরে। এতে করে সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। এমন সেঞ্চুরির পর ম্যাচসেরা না হলেও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন পিংকি। ৩ ম্যাচে ১৮১ রান করেছেন তিনি।
মেয়েদের ক্রিকেটে ইতিহাস গড়েছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে পেয়েছেন সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরি নিয়ে সংবাদ সম্মেলনে মজার কাহিনিও শুনিয়েছেন বাংলাদেশি ব্যাটার।
বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি কে করবে—সেটি নিয়ে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে প্রায়ই খুনসুটি হতো বলে জানিয়েছেন পিংকি। শেষ পর্যন্ত সবার আগে নিজে সেঞ্চুরি করলেও কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশি অধিনায়ককে। তিনি বলেছেন, ‘আমার পাশে যে বসে (জ্যোতি) আছে, সে সব সময় আমাকে বলত পিংকি আপু আমি কিন্তু আগে সেঞ্চুরি করব। আমি শুধু সব সময় শুনতাম। কখনো উত্তর দিইনি। আসলে আমার আর ওর পজিশনটা...ক্লাব বা জাতীয় দলে আমাদের ওপরেই ব্যাটিং করতে হয়। সব সময় মনে করতাম, আচ্ছা! ঠিক আছে। আপনিই কইরেন। আমার এই সেঞ্চুরির ৭০-৮০ ভাগ হচ্ছে ওর জন্য।’
পিংকি সেঞ্চুরি করায় জ্যোতির আশা ভঙ্গ হওয়ায় এবার ডাবল সেঞ্চুরি করার চিন্তা করছেন বাংলাদেশি অধিনায়ক। তিনি মজা করে পিংকিকে বলেছেন, ‘ডাবল সেঞ্চুরি কেউ এখনো করেনি।’
তবে আজ রেকর্ড সেঞ্চুরি করার কোনো পরিকল্পনাই নাকি ছিল না পিংকির। লম্বা সময় ব্যাটিং করার ইচ্ছা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ওপেনার। শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পেরে বেশ খুশি হয়েছেন তিনি। ম্যাচ শেষে ৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আসলে আজকে শুধু সময় নিয়ে ব্যাটিং করার ইচ্ছা ছিল। এটা করতে পেরেছি, এতেই আমার ভালো লেগেছে।’
তবে ঠিকই মনে মনে নিজেই সেঞ্চুরি করতে চেয়েছিলেন পিংকি। সেটা তিনি বলেছেনও, ‘আমি ওকে (জ্যোতি) দেখানোর জন্য যে কেউ করতে পারলে আমারই সেই সম্ভাবনা থাকতে পারে। নিজের ব্যাটিং দক্ষতার ওপর আমার অনেক বিশ্বাস ছিল। যেহেতু আমি ভালো শুরু পাচ্ছি, যত দূর নেওয়া যায়। দিন শেষে সেঞ্চুরিটা হয়ে গেছে।’
পিংকির রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশ-ভারতের শেষ ওয়ানডে টাই হয়েছে মিরপুরে। এতে করে সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। এমন সেঞ্চুরির পর ম্যাচসেরা না হলেও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন পিংকি। ৩ ম্যাচে ১৮১ রান করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৩ ঘণ্টা আগে