Ajker Patrika

৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ 

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৭৪ রানে এগিয়ে থেকে থেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ব্যাটিংয়ে আরেকবার ধুঁকছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩২ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ক্যারিবিয়ানরা এখনো এগিয়ে আছে ৪২ রানে। এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলার সমাপ্তি টেনেছেন আম্পায়াররা। 

উইকেটে আছেন নুরুল হাসান সোহান আর মেহেদী হাসান মিরাজ। ১৪ বলে ১৬ রানে অপারাজিত আছেন উইকেট কিপার ব্যাটার সোহান। তাঁর সঙ্গী মিরাজ এখনো রান করতে পারেননি। তৃতীয় দিনে অবশ্য বৃষ্টির বাগড়া ছিল দিনজুড়ে। বৃষ্টির বাধার ফাঁকে যতটুকু খেলা হয়েছে, তাতেই বাংলাদেশকে হারানোর মঞ্চ তৈরি করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।  

আরেকটি ব্যাটিং ধসের শুরুটা তামিম ইকবালকে দিয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই কেমার রোচের অনেক বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন তামিম ইকবাল। ৮ বল খেলে ৪ রান করেন তিনি। তামিমকে শিকারে পরিণত করে টেস্ট ক্যারিয়ারের ২৫০তম উইকেট পান রোচ। আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ১২ বার তামিমকে আউট করলেন এ বারবাডিয়ান পেসার। বাংলাদেশর দ্বিতীয়-তৃতীয় উইকেটও রোচের। 

ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে রোচ আউট করেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে। উইকেটকিপার জশুয়া ডি সিলভার গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২১ বলে তাঁর রান ১৩। রোচের পরের শিকার আনামুল হক বিজয়। এলবিডব্লুর শিকার হন চারে নামা এ ব্যাটার। আম্পায়ার জোয়েল উইলসন আউট দিলে বলটি স্টাম্পের ওপর দিয়ে যাবে ভেবে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বিজয়। কিন্তু বল ট্র্যাকিংয়ে দেখা যায়, স্টাম্পে চুমে খেয়ে যেত বল। আম্পায়ার্স কল তাই ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই যায়। 

বিজয়ের আউটের পর বৃষ্টি বাধায় খেলা বন্ধ হলে এক সঙ্গে চা-বিরতি সেরে আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে দিনের শেষ সেশনেও। একে একে আউট হয়েছেন লিটন দাস, উইকেটে থিতু হয়ে যাওয়া নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। দারুণ খেলতে থাকা লিটন আউট হয়েছেন জেইডেন সিলসের এলবিডব্লুর শিকার হয়ে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ। 

লিটনের বিদায়ের পর সাকিবের সঙ্গে শান্তর জুটিটা যখন জমার অপেক্ষায়, তখনই অফ স্টাম্পের অনেকটা বাইরের বল পায়ের ব্যবহার ছাড়া ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটকিপারের গ্লাভসে। ৯২ বলে ৪২ রানের ইনিংসটার অপমৃত্যু ঘটে তাতে। দিনের শেষ ব্যাটার হিসেবে জোসেফের শিকার হয়ে ফেরেন সাকিবও। ক্যাচ দেন সিপ্ল ফিল্ডার জন ক্যাম্পবেলের হাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত