Ajker Patrika

বাংলাদেশের আগুনে বোলিংয়ে জাপানের হাঁসফাঁস অবস্থা 

বাংলাদেশের আগুনে বোলিংয়ে জাপানের হাঁসফাঁস অবস্থা 

বাংলাদেশ-জাপান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ম্যাচ দেখে যে কারও ধন্দে পড়াটাই স্বাভাবিক। জাপান অনূর্ধ্ব-১৯ দল যেন সাদা বলের ক্রিকেটে সাদা পোশাকের টেস্ট ম্যাচ খেলছে। বাংলাদেশের যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানই তুলতে পারছে না জাপানিরা। 

টস জিতে আজ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ইকবাল হোসেন ইমনের করা প্রথম ওভার থেকেই জাপান নিয়েছে ৯ রান। ইনিংসের তৃতীয় বলেই জাপানি ওপেনার আদিত্য ফাড়কে চার মেরেছেন। ঠিক তার পরের বলেই ওয়াইডে চার রান দিয়ে দেন বাংলাদেশ পেসার ইমন। প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে জাপান করে ৯ রান। 

দ্বিতীয় ওভার থেকেই যেন রান করতে ভুলে যায় জাপান। পাওয়ারপ্লেতে (প্রথম ১০ ওভার) যেখানে হাত খুলে খেলার কথা, সেখানেই যে খোলসবন্দী হয়ে যায় জাপানের যুবারা। আসলে প্রথম ৯ ওভারের মধ্যে ৫ ওভারই মেইডেন দিয়েছেন বাংলাদেশের বোলাররা। যার মধ্যে ইনিংসের দ্বিতীয় ও অষ্টম ওভার মেইডেন দিয়েছেন মারুফ মৃধা। ইমন মেইডেন দিয়েছেন পঞ্চম ও সপ্তম ওভার। আর নবম ওভারে বোলিংয়ে এসে কোনো রান দেননি রাব্বি। প্রথম ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে জাপান করে ১৭ রান। দশম ওভারের চতুর্থ বলে আদিত্যর উইকেট নিয়ে জাপানের ১৭ রানেই উদ্বোধনী জুটি ভেঙে দেন মারুফ। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ২০ রান করে জাপান। 

প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন জাপানি অধিনায়ক কোজি আবে। তবে তিনিও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৪ তম ওভারের প্রথম বলে আবেকে বোল্ড করেন রহনত দৌল্লাহ বর্ষণ। ১২ বলে ৩ রান করা আবে বিদায় নিলে জাপানের স্কোর হয়ে যায় ১৩.১ ওভারে ২ উইকেটে ২৩ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামা কাজুমা কাতো স্ট্যাফোর্ড এবং দলটির ওপেনার নিহার পার্মার দীর্ঘক্ষণ ব্যাটিং করেন। তবে রানের চাকা বাড়েনি জাপান অনূর্ধ্ব-১৯ দলের। ২৮ তম ওভারের তৃতীয় বলে স্ট্যাফোর্ডকে এলবিডব্লু করেন আরিফুল ইসলাম। ওপেনার পার্মারও আউট হয়েছেন পরের ওভারেই। ২৯ তম ওভারের প্রথম বলে পার্মারকে কট এন্ড বোল্ড করেন রাব্বি। ৮০ বলে ২ চারে ১৮ রান করেন পার্মার। এরপর ৩০ তম ওভারের চতুর্থ বলে আরিফুল নিয়েছেন সোতারো হিরাতসুকার উইকেট। 

রাব্বি, আরিফুলের পাশাপাশি উইকেট পেয়েছেন ইমনও। ৩১ তম ওভারের প্রথম বলে চার্লস হিঞ্জেকে বোল্ড করেন ইমন। ৬ বল খেলেও রান করতে পারেননি হিঞ্জে। রাব্বি, আরিফুল, ইমন-এই তিন বাংলাদেশি বোলারদের নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ায় মুহূর্তেই জাপানের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৫৪ থেকে ৬ উইকেটে ৫৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৬ উইকেটে ৫৯ রান করেছে জাপান অনূর্ধ্ব-১৯ দল। ৩২ ওভারের মধ্যে ১১ ওভারই মেইডেন দিয়েছেন বাংলাদেশের বোলাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত