আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে চেন্নাই থেকে আজ পুনে পৌঁছেছেন সাকিব আল হাসানরা।
বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি ছয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গতকাল কিউইদের বিপক্ষ বাম পায়ের ঊরুর সামনে চোট পান বাংলাদেশ অধিনায়ক।
তারপরও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত চাপে থাকবে মনে করেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’
বাংলাদেশ পরাজয়ের বৃত্তে থাকলেও টানা তিন ম্যাচে জিতেছে ভারত। আজ আহমেদাবাদে হাইভোল্টেজ ম্যাচে রোহিত শর্মারা ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়ার প্রত্যেকে। তবে সেসব নিয়ে ভাবছেন না সুজন। অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্ট হারিয়েছি। আমরা পারি না তা না। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিং। বলব না, বোলাররা খারাপ করছে। এখন দুর্বল জায়গা বলতে ব্যাটিং।’
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে চেন্নাই থেকে আজ পুনে পৌঁছেছেন সাকিব আল হাসানরা।
বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি ছয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গতকাল কিউইদের বিপক্ষ বাম পায়ের ঊরুর সামনে চোট পান বাংলাদেশ অধিনায়ক।
তারপরও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত চাপে থাকবে মনে করেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’
বাংলাদেশ পরাজয়ের বৃত্তে থাকলেও টানা তিন ম্যাচে জিতেছে ভারত। আজ আহমেদাবাদে হাইভোল্টেজ ম্যাচে রোহিত শর্মারা ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়ার প্রত্যেকে। তবে সেসব নিয়ে ভাবছেন না সুজন। অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্ট হারিয়েছি। আমরা পারি না তা না। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিং। বলব না, বোলাররা খারাপ করছে। এখন দুর্বল জায়গা বলতে ব্যাটিং।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
১১ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১২ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৪ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১৪ ঘণ্টা আগে