Ajker Patrika

বাংলাদেশে খেলে যাওয়া বোলার নিলেন ইনিংসে ১০ উইকেট 

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ২৭
বাংলাদেশে খেলে যাওয়া বোলার নিলেন ইনিংসে ১০ উইকেট 

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন শন হোয়াইটহেড। এক ইনিংসে সবগুলো উইকেট তুলে নিয়ে এই স্পিনিং অলরাউন্ডার জিম লেকার ও অনিল কুম্বলের স্মৃতি ফিরিয়ে আনলেন। লেকার ও কুম্বলে দুজনই অবশ্য টেস্ট ক্রিকেটে এই কীর্তি গড়েছিলেন। অনন্য কীর্তি গড়া হোয়াইটহেড পাঁচ বছর আগে বাংলাদেশেও খেলে গেছেন। 

সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের হয়ে মাঠে নেমে এমন রেকর্ড গড়েন হোয়াইটহেড। ম্যাচের শেষ ইনিংসে ইস্টার্নসের ১০ জন ব্যাটারকেই ফিরিয়েছেন তিনি। তাঁর বোলিং গড় বিশ্লেষণ ছিল ১২.১-৪-৩৬-১০। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম ইনিংসেও ৬৪ রান খরচায় পাঁচটি উইকেট নেন হোয়াইটডহেড। সব মিলিয়ে ম্যাচে ১০০ রান দিয়ে নিয়েছেন ১৫টি উইকেট। ম্যাচে হোয়াইটডহেডের দল সাউথ ওয়েস্টার্ন ১২০ রানে হারিয়েছে ইস্টার্নসকে। 

ইনিংসে ১০ উইকেট নেওয়া হোয়াইটডহেড বাংলাদেশে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন। বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার ব্যাটিংয়ে আবার ডানহাতি। এখন পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৫.৬৪ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। ব্যাট হাতে ৩৭.০০ গড়ে করেছেন ৪৮১ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত