ক্রীড়া ডেস্ক
এবার নতুন করে দল গোছানোর লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। তার জন্য ১২ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি। সে তালিকায় আছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস।
গত আইপিএলে সাকিবকে ১.৫০ কোটি রুপিতে ফেরায় কলকাতা। আর লিটনকে কেনে ৫০ লাখ রুপিতে। সাকিব অবশ্য দল পেলেও গত আইপিএল থেকে সরে দাঁড়ান। লিটন কলকাতার হয়ে এক ম্যাচ খেলে করেন মাত্র ৪ রান। নিয়মিত সুযোগ না পাওয়ায় তিনিও ফিরে আসেন দেশে।
সাকিব-লিটন ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস, ডেভিড ভিসে, আর্য দেশাই, নারায়ণ জগদিশান, মানদীপ সিং, কুলওয়ান্ত খেজারোলিয়া। গত আইপিএলে নিলামে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তার মধ্যে সাকিব-লিটনকে ছেড়েছে কেকেআর। পেসার মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ ছাড়াও দিল্লি ছেড়ে দিয়েছে পৃথ্বী শকে। রাইলি রুশো, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান, রভম্যান পাওয়েলও আছেন সেই তালিকায়।
২০২৪ আইপিএলের নিলাম হবে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা ঘোষণা শুরু করেছে। তবে এ নয় যে, ছেড়ে দেওয়ার তালিকায় থাকা খেলোয়াড়েরা পরের আইপিএলে খেলতে পারবেন না। নিলামে সুযোগ থাকছে তাঁদের দল পাওয়ার।
এবার নতুন করে দল গোছানোর লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। তার জন্য ১২ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি। সে তালিকায় আছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস।
গত আইপিএলে সাকিবকে ১.৫০ কোটি রুপিতে ফেরায় কলকাতা। আর লিটনকে কেনে ৫০ লাখ রুপিতে। সাকিব অবশ্য দল পেলেও গত আইপিএল থেকে সরে দাঁড়ান। লিটন কলকাতার হয়ে এক ম্যাচ খেলে করেন মাত্র ৪ রান। নিয়মিত সুযোগ না পাওয়ায় তিনিও ফিরে আসেন দেশে।
সাকিব-লিটন ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস, ডেভিড ভিসে, আর্য দেশাই, নারায়ণ জগদিশান, মানদীপ সিং, কুলওয়ান্ত খেজারোলিয়া। গত আইপিএলে নিলামে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তার মধ্যে সাকিব-লিটনকে ছেড়েছে কেকেআর। পেসার মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ ছাড়াও দিল্লি ছেড়ে দিয়েছে পৃথ্বী শকে। রাইলি রুশো, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান, রভম্যান পাওয়েলও আছেন সেই তালিকায়।
২০২৪ আইপিএলের নিলাম হবে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা ঘোষণা শুরু করেছে। তবে এ নয় যে, ছেড়ে দেওয়ার তালিকায় থাকা খেলোয়াড়েরা পরের আইপিএলে খেলতে পারবেন না। নিলামে সুযোগ থাকছে তাঁদের দল পাওয়ার।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি।
৩৫ মিনিট আগেশেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্স রীতিমতো উড়ছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি প্রথম ৮ ম্যাচের ৮টিতে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে। তাদের কাছে প্রথম কোয়ালিফায়ারে ওঠা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে টুর্নামেন্টের শেষ ভাগে এসে হোঁচট খায় সোহান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিনদের রংপুর।
২ ঘণ্টা আগেগত কয়েক মৌসুমে কোটি টাকার সুপার কাপ নিয়ে কম আলোচনা হয়নি। তবে আলোর মুখ দেখেনি টুর্নামেন্টটি। প্রায় এক যুগ ধরে ‘নির্বাসিত’ টুর্নামেন্টটি ফিরিয়ে আনা নিয়ে আরও একবার আশার বাণী শোনালেন বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। আগামী মৌসুমে সুপার কাপসহ পাঁচটি টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে আশ্বাস...
২ ঘণ্টা আগে