Ajker Patrika

সাকিব-লিটনকে ছেড়েই দিল কলকাতা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

এবার নতুন করে দল গোছানোর লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। তার জন্য ১২ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি। সে তালিকায় আছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। 

গত আইপিএলে সাকিবকে ১.৫০ কোটি রুপিতে ফেরায় কলকাতা। আর লিটনকে কেনে ৫০ লাখ রুপিতে। সাকিব অবশ্য দল পেলেও গত আইপিএল থেকে সরে দাঁড়ান। লিটন কলকাতার হয়ে এক ম্যাচ খেলে করেন মাত্র ৪ রান। নিয়মিত সুযোগ না পাওয়ায় তিনিও ফিরে আসেন দেশে। 

সাকিব-লিটন ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস, ডেভিড ভিসে, আর্য দেশাই, নারায়ণ জগদিশান, মানদীপ সিং, কুলওয়ান্ত খেজারোলিয়া। গত আইপিএলে নিলামে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তার মধ্যে সাকিব-লিটনকে ছেড়েছে কেকেআর। পেসার মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ ছাড়াও দিল্লি ছেড়ে দিয়েছে পৃথ্বী শকে। রাইলি রুশো, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান, রভম্যান পাওয়েলও আছেন সেই তালিকায়। 

২০২৪ আইপিএলের নিলাম হবে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা ঘোষণা শুরু করেছে। তবে এ নয় যে, ছেড়ে দেওয়ার তালিকায় থাকা খেলোয়াড়েরা পরের আইপিএলে খেলতে পারবেন না। নিলামে সুযোগ থাকছে তাঁদের দল পাওয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত