Ajker Patrika

সাইফউদ্দিনের বদলে কি তাহলে তাসকিন যাচ্ছেন পাকিস্তানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৩: ৫৪
সাইফউদ্দিনের বদলে কি তাহলে তাসকিন যাচ্ছেন পাকিস্তানে

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের সময় ঘনিয়ে আসছে। ঠিক এই সময় মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। হঠাৎ দুই মাসের ছুটি নিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে পাকিস্তানে যেতে পারেন তাসকিন আহমেদ।

প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে খেলার কথা ছিল সাইফউদ্দিনের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে ছিলেন তিনি। শেষ মুহূর্তে ছুটি নেওয়ায় তাঁর পরিবর্তে তাসকিনের পাকিস্তান সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, সাইফউদ্দিনর বদলি হিসেবে পাঠানো হচ্ছে তাসকিনকে। ১৫ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে তাসকিন রওনা দেবেন।

সাইফউদ্দিনের ছুটির ব্যাপারে জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজকের পত্রিকাকে দেবাশীষ বলেন, ‘আমি ফিজিওর কাছে জেনেছি সাইফউদ্দিন দুই মাসের ছুটি নিয়েছে। সাইফউদ্দিনের কোনো মেডিকেল সমস্যা নেই। সে শারিরীকভাবে সুস্থ। সম্ভবত সাইফউদ্দিন নির্বাচক আর বিসিবির সংশ্লিষ্ট দপ্তরে ছুটির জন্য যোগাযোগ করেছে।’ আকস্মিক ছুটির ব্যাপারে স্বয়ং সাইফউদ্দিন ও নির্বাচক হান্নান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।

বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত