Ajker Patrika

যেসব চ্যানেলে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

দক্ষিণ আফ্রিকায় আগামীকাল শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুম। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টুর্নামেন্টের চ্যানেলের নাম ঘোষণা করেছে।

আইসিসির গ্লোবাল পার্টনার স্টার স্পোর্টস সম্প্রচারসত্ত্ব দিয়েছে আন্তর্জাতিক চ্যানেলগুলোকে। যেখানে  বাংলাদেশে খেলা দেখা যাবে র‍্যাবিটহোলে। অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস ও স্কাই স্পোর্ট নিউজিল্যান্ডে স্কাই স্পোর্ট ম্যাচ সম্প্রচার করবে। পাকিস্তানে খেলা দেখা যাবে পিটিভি ও এআরওয়াই জ্যাপে । ভারতীয়রা ফ্যানকোডে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ম্যাচ দেখতে পারবেন উইলো টিভি ও ইএসপিএন প্লাসে। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় (মেনা) খেলা সম্প্রচার করবে  ইতিসালাত ও স্টার্জপ্লে। মালয়েশিয়ায় অ্যাস্ট্রো এবং সাব সাহারান আফ্রিকায় ম্যাচ সম্প্রচার করবে সুপারস্পোর্ট। 

প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬ দল। সেমিফাইনাল,ফাইনালসহ মোট ৪১ ম্যাচ হবে এবারের টুর্নামেন্টে। সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। বেনোনির উইলিমুর পার্কে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা-ভারত ও উইলিমুর বি পার্কে সংযুক্ত আরব আমিরাত-স্কটল্যান্ড, শ্রীলঙ্কা-মার্কিন যুক্তরাষ্ট্র-প্রথমদিনে মাঠে গড়াচ্ছে এই চার ম্যাচ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত