Ajker Patrika

আইসিসির বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপিল

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১১: ৩৪
আইসিসির বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপিল

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের ভেন্যু ইন্দোরের পিচ ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর থেকেই চলছিল সমালোচনা। এবার আইসিসির বিরুদ্ধে আপিল করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আনুষ্ঠানিক এক চিঠির মাধ্যমে আইসিসির রায়ের বিরুদ্ধে আপিল করেছে বিসিসিআই। ইন্দোর টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রায়ের ব্যাপারেও পর্যালোচনা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সূত্রমতে, আপিল করার চিন্তাভাবনা সব সময় ছিল, যেহেতু দ্রুত রেটিং দেওয়া হয়েছে। পিচ সম্পর্কে ম্যাচ রেফারির রায় খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই এসেছে, যেখানে সাধারণত আইসিসি এত দ্রুত রায় দেয় না। বিসিসিআই কর্মকর্তারা মনে করেন তাঁদের রিভিউ করার সুযোগ রয়েছে। আইসিসির দুই সদস্যের কমিটি বিসিসিআইয়ের আপিল এখন খতিয়ে দেখবে।

আইসিসির নিয়ম অনুসারে, কোনো ভেন্যু যদি পাঁচ ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ১২ মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে পারবে না। যদি ১০ ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে সেই ভেন্যুতে ২৪ মাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকবে। সেখানে ইন্দোরের পিচকে দেওয়া হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। তৃতীয় দিনের প্রথম সেশনেই তৃতীয় টেস্ট শেষ হয়েছিল। ভারতকে ৯ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

ইন্দোর পিচকে ডিমেরিট পয়েন্ট দেওয়ায় বাড়াবাড়ি মনে হয়েছিল গাভাস্কারের কাছে। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বলেছিলেন, ‘একটা ব্যাপার আমার জানতে ইচ্ছে করে, ব্রিসবেনের গ্যাবায় নভেম্বরে যে টেস্ট ম্যাচ হয়েছে, তা তো দুই দিনে শেষ হয়ে গেছে। পিচকে কত ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল? তখন ম্যাচ রেফারি কে ছিলেন? আমার মতে, এই পিচে (ইন্দোর) ৩ ডিমেরিট পয়েন্ট একটু বাড়াবাড়ি। বল একটু ঘুরেছে ঠিকই, তবে পিচ ভয়ংকর ছিল না। যখন অস্ট্রেলিয়া ১ উইকেটে ৭৭ করেছে, তখনই বোঝা গেছে যে পিচ ভালো হওয়া শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত