Ajker Patrika

লিটন ও নিজের আউট নিয়ে যা বললেন শান্ত

লিটন ও নিজের আউট নিয়ে যা বললেন শান্ত

অনেক দিন ধরে ছন্দে নেই লিটন দাস। টানা দুই গোল্ডেন ডাকের পর চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে দল থেকে বাদ পড়ে টিম হোটেলও ছাড়তে হয়েছিল। তবে টেস্টে ফিরলেও লিটন ফিরতে পারেননি রানে। উল্টো ব্যাখ্যাতীত শটে আবারও গোল্ডেন ডাক নিয়ে ফিরে জন্ম দিয়েছেন অনেক প্রশ্নের। 

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লিটনের দুই ইনিংসের রান—২৫ ও ০। দলের বিপদের সময়ে খাদ থেকে দলকে টেনে তো তুলতে পারেনইনি, উল্টো দ্বিতীয় ইনিংসে দলকে ডোবাতে রেখেছেন বড় ভূমিকা। গতকাল দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ দিন পার করে ৫ উইকেটে ৪৭ রান নিয়ে। আজ চতুর্থ দিনে বাকি ৫ উইকেটে হারিয়ে স্বাগতিকেরা হেরেছে ৩২৮ রানে। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক লিটনের ব্যাটিং জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন কাটানোর পরও এ দুই ব্যাটারের ব্যাটিং দেখে হতভম্ব সবাই। তার মধ্যে দলের দুঃসময়ে লিটন ব্যাটিংয়ে নেমেই যেভাবে বিশ্ব ফার্নান্দোকে উড়িয়ে মারতে গিয়ে আউট হলেন, সেটি চোখ কপালে তুলে দেওয়ার মতোন। সিলেট টেস্টের তৃতীয় দিনে তাঁর এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে সমালোচনা করেছেন বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক। 

সতীর্থের এমন আউট নিয়ে অবশ্য কিছু বলতে চাননি শান্ত। ব্যাখ্যার বিষয়টি লিটনের হাতেই ছেড়ে দিলেন তিনি। আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে লিটনের আউটের ব্যাখ্যায় শান্তর কথা, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না।’ 

বাইরের বল খেলতে গিয়ে শান্ত যেভাবে আউট হয়েছেন সেটি নিয়েও সমালোচনা হচ্ছে। নিজের এই আউট নিয়ে এই বাঁহাতি ব্যাটারের ব্যাখ্যা, ‘আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয়, এটা মিস জাজমেন্ট (ভুল বিচার)। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।’ 

৫১১ রানের লক্ষ্য তাড়ায় আজ দ্বিতীয় সেশনেই হার মেনে নেওয়ার পর আবারও আলোচনা চলছে বাংলাদেশের ব্যাটিং নিয়ে। তবে এমন হারের পরও ইতিবাচক শান্ত, ‘প্রত্যেক ম্যাচেই অনেক কিছু শেখা যায়। কী ভুল ছিল, কী ঠিক ছিল। একটু ভালোভাবে চিন্তা করলে শেখার আছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দিবে।’ 

বাংলাদেশের এমন হারের পেছনে টপ অর্ডারের দিকে আঙুল শান্তর। তবে এ ক্ষেত্রে তিনি সফরকারীদের টপ-অর্ডারের উদাহরণ টেনে বললেন, ‘বড় রানের হোক আর ছোট রানের হোক, হার তো হার। ব্যাটিং যদি দুই ইনিংসেই দেখি, টপ অর্ডার ভালো করেনি। শুধু আমরা যে সমস্যায় পড়েছি এমন না। দুই দলেরই টপ অর্ডারের সমস্যা হয়েছে। এই অজুহাত দেওয়াও ঠিক হবে না। কীভাবে আরও ভালো করতে পারি এটা নিয়ে কাজ করা দরকার। আশা করছি সামনের ম্যাচ ভালো করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত