Ajker Patrika

লাঞ্চের আগে বাংলাদেশকে কাঁপালেন ‘বাংলা’র পেসার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৮
লাঞ্চের আগে বাংলাদেশকে কাঁপালেন ‘বাংলা’র পেসার

জন্ম বিহারে হলেও ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে খেলে অনেক নামডাক কুড়িয়েছেন। পেয়েছেন ‘বাংলার পেসার’ উপাধি। তাঁর বিধ্বংসী বোলিংয়ে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কাঁপছে বাংলাদেশ।

ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পরই ব্যাটিংয়ে নেমে যায় বাংলাদেশ। চেন্নাইয়ে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চের আগে সফরকারীদের বেকায়দায় ফেলে গেলেন আকাশ। ৩ উইকেটে ২৬ রান করে মধ্যাহ্নভোজে গেল বাংলাদেশ। জাকির হাসান, মুমিনুল হক—বাংলাদেশের এ দুই ব্যাটারকেই বোল্ড করেন আকাশ। অপর উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। তিনি (বুমরা) যে সাদমান ইসলামের উইকেট নিয়েছেন সেটাও বোল্ড।

নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের ২ রানেই ভেঙেছে উদ্বোধনী জুটি। ইনিংসের প্রথম ওভার করতে আসা বুমরা ‘মাইন্ড গেম’ খেলতে থাকেন সাদমানের সঙ্গে। প্রথম ওভারের শেষ বলটা কী বুঝে সাদমান ছাড়তে গেলেন, সেটা তিনিই বলতে পারবেন। বুমরার ভেতরে ঢোকা বল আঘাত হেনেছে স্টাম্পে। ৬ বলে ২ রান করেন সাদমান। 

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর (শান্ত) সঙ্গে জাকিরের জুটিটা ভালোই এগোচ্ছিল। যেখানে জাকির এক প্রান্তে টেস্ট মেজাজেই খেলতে থাকেন। নবম ওভারের প্রথম বলে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন আকাশ। ঠিক তার পরের বলে মুমিনুল হকও বোল্ড হয়েছেন। আকাশ টানা দুই বলে ২ উইকেট নেওয়ায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ৮.২ ওভারে ৩ উইকেটে ২২ রান। মুশফিকুর রহিম অবশ্য আকাশকে হ্যাটট্রিকটা করতে দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত