ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বের জনপ্রিয় এই খেলায় শক্তিশালী হলেও ক্রিকেট পুঁচকে এক দল। যার প্রমাণ পাওয়া গেছে আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৪৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ৫১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানেই অলআউট হয় তারা। মাত্র ১৯.৫ ওভার টিকতে পারে আলবিসেলেস্তেরা। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন থিও ভ্রুগদেনহিল। আর্জেন্টিনাকে এত কম রানে অলআউট করতে দুর্দান্ত বোলিং করেছেন আরিয়ান নডকারনি। ২১ রানে ৬ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের সেরা বোলার তিনি।
এর আগে ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫১৫ রান করে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় ৫০০ রানের স্কোর না থাকলেও বয়স ভিত্তিক দলে যুক্তরাষ্ট্র মাইলফলক স্পর্শ করেছে। উদ্বোধনী জুটিতে ১১৫ রান তোলেন প্রণব শেঠিপালায়ম ও ভাব্য মেহথার। সতীর্থ ৬১ রানে আউট হলেও সেঞ্চুরি করেছেন মেহথা। ১৩৬ রান করেছেন এই ওপেনার।
ব্যাটিংয়ে তিনি নেমে সেঞ্চুরি করেছেন ঋষি রমেশও। মাত্র ৫৯ বলে কাটায় কাটায় ১০০ রান করেছেন দলের অধিনায়ক। এ ছাড়া ৬৭ রানের ইনিংস খেলেছেন অর্জুন মহেশ। দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন আমোগ আরেপাল্লি ও উৎকর্ষ শ্রীবাস্তব।
ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বের জনপ্রিয় এই খেলায় শক্তিশালী হলেও ক্রিকেট পুঁচকে এক দল। যার প্রমাণ পাওয়া গেছে আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৪৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ৫১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানেই অলআউট হয় তারা। মাত্র ১৯.৫ ওভার টিকতে পারে আলবিসেলেস্তেরা। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন থিও ভ্রুগদেনহিল। আর্জেন্টিনাকে এত কম রানে অলআউট করতে দুর্দান্ত বোলিং করেছেন আরিয়ান নডকারনি। ২১ রানে ৬ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের সেরা বোলার তিনি।
এর আগে ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫১৫ রান করে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় ৫০০ রানের স্কোর না থাকলেও বয়স ভিত্তিক দলে যুক্তরাষ্ট্র মাইলফলক স্পর্শ করেছে। উদ্বোধনী জুটিতে ১১৫ রান তোলেন প্রণব শেঠিপালায়ম ও ভাব্য মেহথার। সতীর্থ ৬১ রানে আউট হলেও সেঞ্চুরি করেছেন মেহথা। ১৩৬ রান করেছেন এই ওপেনার।
ব্যাটিংয়ে তিনি নেমে সেঞ্চুরি করেছেন ঋষি রমেশও। মাত্র ৫৯ বলে কাটায় কাটায় ১০০ রান করেছেন দলের অধিনায়ক। এ ছাড়া ৬৭ রানের ইনিংস খেলেছেন অর্জুন মহেশ। দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন আমোগ আরেপাল্লি ও উৎকর্ষ শ্রীবাস্তব।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে