Ajker Patrika

জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, চমক তানজিম সাকিব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬: ৫৫
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দল দিয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দল দিয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে পড়ায় সিরিজ খেলতে পারছেন না তাসকিন আহমেদ। চমক হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই আজ ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন। অন্যদিকে সিরিজে তাসকিনের না খেলার ব্যাখ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিন বর্তমানে বাঁ পাশের অ্যাকিলিসের (গোড়ালি) টেন্ডন চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এই সিরিজের জন্য তাঁকে পাওয়া যাবে না।’

জিম্বাবুয়ে সিরিজ দিয়েই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার তানজিম সাকিব। ২২ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ সাদা বলের ম্যাচ খেলেছেন। ১৮ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষেই টেস্টে অভিষেক হতে পারে তানজিম সাকিবের।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দীপু ও নাঈম হাসান। এবার জিম্বাবুয়ে সিরিজে শান্তর পাশাপাশি ফিরেছেন মুশফিকুর রহিম, নাঈম হাসান।

মুশফিক, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন—জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে আছেন এই তিন উইকেটরক্ষক ব্যাটার। ব্যাটিং লাইনআপে আরও আছেন সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয়। পেস বোলিংয়ে তানজিম সাকিবের সঙ্গে থাকছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানের পাশাপাশি আছেন তাইজুল ইসলাম।

২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত