Ajker Patrika

আইপিএল পাওয়া ১ কোটি টাকায় বাবার চিকিৎসায় করছেন তিনি

আইপিএল পাওয়া ১ কোটি টাকায় বাবার চিকিৎসায় করছেন তিনি

ঢাকা: হতদরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন চেতন সাকারিয়া। কষ্টের জীবন পেরিয়ে একটু সুখের মুখ দেখেছিলেন ক্রিকেট খেলে। এই আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁকে নিয়েছিল ১ কোটি ২০ লাখ রুপি। আইপিএল স্থগিত হওয়ার পর বাড়িতে ফিরে শোনেন বাবা করোনায় আক্রান্ত। আইপিএলের পারিশ্রমিক না পেলে বড় বিপদেই পড়তেন বাঁহাতি পেসার।

গুজরাটের ভাবনগর জেলায় চেতনের বাড়ি। তাঁর বাবা কাঞ্জিভাই করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে। আইপিএল থেকে পাওয়া অর্থ দিয়েই বাবার চিকিৎসায় দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই পেসার।

এই দুঃসময়ে আইপিএলের টাকা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন চেতন। ভারতীয় সংবাদমাধ্যমকে বাঁহাতি পেসার বলেছেন, ‘যথাসময়ে টাকা পাওয়ায় রাজস্থানের কাছে আমি কৃতজ্ঞ। টাকা পেয়েই সঙ্গে সঙ্গে মা-বাবার হাতে তুলে দিয়েছি। এই কঠিন পরিস্থিতিতে যা হাতের পাঁচ হিসেবে কাজ করছে।’

করোনায় আইপিএল বন্ধ হওয়ার পক্ষে অনেকেই সোচ্চার হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে চেতন বলেছেন, ‘ক্রিকেট আমার পেশা। এটাই আমার একমাত্র উপার্জনের উৎস। আমার বাবা টেম্পো চালিয়ে সংসার চালিয়েছেন। এখন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমিই। যদি এতদিন আইপিএল না চলত, পথে বসতে হতো আমাদের।’

এবারের আইপিএলে রাজস্থান তাঁকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন সাকারিয়া। ৮.২২ ইকোনমি ও ৩১.৭১ গড়ে নিয়েছেন ৭টি উইকেট। যেখানে ছিল এমএস ধোনি, লোকেশ রাহুল, মায়াংক আগারওয়াল, সুরেশ রায়নার মতো ব্যাটসম্যানদের উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত