Ajker Patrika

টেস্টে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান মুশফিক 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৫: ২৯
টেস্টে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান মুশফিক 

মাউন্ট মঙ্গানুই থেকে মিরপুর—এক বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে জয় পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ। দুটি ম্যাচেই বাংলাদেশের জয়সূচক রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন মুশফিক। এই সংস্করণে আরও ধারাবাহিক হতে চান বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। 

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে পেয়েছেন এই সংস্করণের দশম সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৬৬ বলে ১২৬ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে ৪৮ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। ৭ উইকেটের জয়ে তামিম ইকবাল, লিটন দাসের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন। তৃতীয় উইকেটে তামিম-মুশফিকের ৭৪ বলে ৬২ রানের জুটিই বাংলাদেশের জয় অনেকটাই সহজ করে দিয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘পুরো টেস্ট ম্যাচে আমরা দৃঢ়তা দেখিয়েছি। পজেটিভ ইনটেন্ট সত্যিই গুরুত্বপূর্ণ। তামিম-লিটন দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেছে। যদি আয়ারল্যান্ড ২-৩টা উইকেট দ্রুত তুলে নিত, তাহলে আমাদের ওপর চাপ বাড়ত। আমরা এই সংস্করণে আরও ধারাবাহিক হতে চাই। এই পিচে বোলাররা যেভাবে ২০ উইকেট নিয়েছে, সত্যিই অসাধারণ।’ 

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিরিজ-সেরা হয়েছেন মুশফিক। ৩ ম্যাচে ১৪৪ গড় ও ১৬৭.৪৪ স্ট্রাইক রেটে করেছেন ১৪৪ রান। বাংলাদেশের হয়ে দ্রুততম ৬০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত