আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রায় হারতেই বসেছিল ভারত। আগে ব্যাটিং করে ২২৫ রানের পাহাড় গড়েও জয়ের জন্য শেষ বল পর্যন্ত লড়তে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। শক্তির বিচারে আইরিশদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা ভারত শেষ পর্যন্ত জিতেছে ৪ রানে। জিতেও বিব্রতকর দুটি রেকর্ড গড়ে ফেলেছে ভারত।
ডাবলিনে গত রাতে শততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি পেয়েছেন দীপক হুডা। তা ছাড়া ওপেনার স্যাঞ্জু সামসন করেছেন ৪২ বলে ৭৭ রান। মূলত এই দুজনের বড় ইনিংসেই পার পেয়ে গেছে ভারত। বাকি ব্যাটারদের মধ্যে তিনজন গোল্ডেন ডাক মেরেছেন। দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল ও হার্সাল প্যাটেল—এই তিনজনই ফিরেছেন নিজদের ইনিংসের প্রথম বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নির্দিষ্ট এক ম্যাচে এর আগে কখনো একসঙ্গে ভারতের তিন ব্যাটার গোল্ডেন ডাক পাননি। আয়ারল্যান্ডের বিপক্ষেই ভারত গড়ল সেই বিব্রতকর রেকর্ড।
এই ম্যাচে ভারতের বোলররাও গড়েছেন বিব্রতকর রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ম্যাচেই সবচেয়ে বেশি খরুচে বোলিং করেছেন ভারতের বোলাররা। যেখানে ওভারপ্রতি ১৩.৫০ রান খরচায় ৪ ওভারে হার্শাল প্যাটেল দিয়েছেন ৫৪ রান। ওভারপ্রতি ১১.৫০ রান দেওয়া ভুবনেশ্বর কুমার ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। রবি বিষ্ণুই ও উমরান মালিকও ওভারপ্রতি রান দিয়েছেন ১০-এর বেশি। অর্থাৎ ৪ ওভার করে বোলিং করা প্রত্যেকেই ওভারপ্রতি ১০-এর বেশি রান দিয়েছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রায় হারতেই বসেছিল ভারত। আগে ব্যাটিং করে ২২৫ রানের পাহাড় গড়েও জয়ের জন্য শেষ বল পর্যন্ত লড়তে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। শক্তির বিচারে আইরিশদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা ভারত শেষ পর্যন্ত জিতেছে ৪ রানে। জিতেও বিব্রতকর দুটি রেকর্ড গড়ে ফেলেছে ভারত।
ডাবলিনে গত রাতে শততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি পেয়েছেন দীপক হুডা। তা ছাড়া ওপেনার স্যাঞ্জু সামসন করেছেন ৪২ বলে ৭৭ রান। মূলত এই দুজনের বড় ইনিংসেই পার পেয়ে গেছে ভারত। বাকি ব্যাটারদের মধ্যে তিনজন গোল্ডেন ডাক মেরেছেন। দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল ও হার্সাল প্যাটেল—এই তিনজনই ফিরেছেন নিজদের ইনিংসের প্রথম বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নির্দিষ্ট এক ম্যাচে এর আগে কখনো একসঙ্গে ভারতের তিন ব্যাটার গোল্ডেন ডাক পাননি। আয়ারল্যান্ডের বিপক্ষেই ভারত গড়ল সেই বিব্রতকর রেকর্ড।
এই ম্যাচে ভারতের বোলররাও গড়েছেন বিব্রতকর রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ম্যাচেই সবচেয়ে বেশি খরুচে বোলিং করেছেন ভারতের বোলাররা। যেখানে ওভারপ্রতি ১৩.৫০ রান খরচায় ৪ ওভারে হার্শাল প্যাটেল দিয়েছেন ৫৪ রান। ওভারপ্রতি ১১.৫০ রান দেওয়া ভুবনেশ্বর কুমার ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। রবি বিষ্ণুই ও উমরান মালিকও ওভারপ্রতি রান দিয়েছেন ১০-এর বেশি। অর্থাৎ ৪ ওভার করে বোলিং করা প্রত্যেকেই ওভারপ্রতি ১০-এর বেশি রান দিয়েছেন।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৩ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে