ক্রীড়া ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার এক বছরও হয়নি। গত বছরের জুনে চুক্তি স্বাক্ষরের পর জুলাইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটা করে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে। স্প্যানিশ ক্লাবটিতে আসার পর তাঁর সময়টা কাটছে অম্লমধুর।
২০২৩-২৪ মৌসুম কাঁপানো রিয়াল মাদ্রিদ এবার নেমেছে লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে। টুর্নামেন্টে দলটি ভালোও খেলছে। তবে লা লিগায় টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর গত রাতে হার দেখল দলটি। বেনিতো ভিল্লামারিন স্টেডিয়ামে রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচে শুরুর একাদশে থাকা এমবাপ্পেকে ৭৫ মিনিটে উঠিয়ে নেওয়া হয়। তাঁর বদলি হিসেবে এনদ্রিককে নামান রিয়াল কোচ আনচেলত্তি।
এমবাপ্পে গত রাতে রিয়াল বেতিসের বিপক্ষে খুব একটা ছন্দে ছিলেন না। ম্যাচ শেষে এমবাপ্পেকে পুরো ৯০ মিনিট না খেলানোর ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি। সাংবাদিকদের রিয়াল কোচ বলেন, ‘তার এই সপ্তাহে একটা সমস্যা হয়েছিল (এমবাপ্পের দাঁতের সমস্যা)। খুব একটা অনুশীলনও করেনি। সেরা অবস্থায়ও ছিল না। সমস্যা এড়াতে তাকে আমি তুলে নিয়েছিলাম এবং এনদ্রিককে এনেছি। সে খুবই গতিময় এক ফুটবলার।’
ব্রাহিম দিয়াজের গোলে গত রাতে ১০ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। সমতায় ফিরতে বেতিসের খুব একটা সময় লাগেনি। ৩৪ মিনিটে সমতাসূচক গোল করেন দলটির মিডফিল্ডার জনি কার্দোসো। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় বেতিস। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দলটির আরেক মিডফিল্ডার ইস্কো।
সমতায় ফেরার সুযোগ অবশ্য পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। এমবাপ্পের বদলি হিসেবে নামা এনদ্রিক ৭৯ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন। এরপর ৮৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিশ্চিত শট প্রতিহত করেন বেতিস গোলরক্ষক আদ্রিয়ান। ২-১ গোলের হারে কিছুটা বেকায়দায় পড়ল আনচেলত্তির দল। ২৬ ম্যাচে ১৬ জয়, ৬ ড্র ও ৪ হারে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে রিয়াল মাদ্রিদ। সমান ৫৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে বার্সেলোনা। বার্সা অবশ্য ২৫ ম্যাচ খেলেছে। অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে আজ রাতে তারা খেলবে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।
কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার এক বছরও হয়নি। গত বছরের জুনে চুক্তি স্বাক্ষরের পর জুলাইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটা করে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে। স্প্যানিশ ক্লাবটিতে আসার পর তাঁর সময়টা কাটছে অম্লমধুর।
২০২৩-২৪ মৌসুম কাঁপানো রিয়াল মাদ্রিদ এবার নেমেছে লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে। টুর্নামেন্টে দলটি ভালোও খেলছে। তবে লা লিগায় টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর গত রাতে হার দেখল দলটি। বেনিতো ভিল্লামারিন স্টেডিয়ামে রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচে শুরুর একাদশে থাকা এমবাপ্পেকে ৭৫ মিনিটে উঠিয়ে নেওয়া হয়। তাঁর বদলি হিসেবে এনদ্রিককে নামান রিয়াল কোচ আনচেলত্তি।
এমবাপ্পে গত রাতে রিয়াল বেতিসের বিপক্ষে খুব একটা ছন্দে ছিলেন না। ম্যাচ শেষে এমবাপ্পেকে পুরো ৯০ মিনিট না খেলানোর ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি। সাংবাদিকদের রিয়াল কোচ বলেন, ‘তার এই সপ্তাহে একটা সমস্যা হয়েছিল (এমবাপ্পের দাঁতের সমস্যা)। খুব একটা অনুশীলনও করেনি। সেরা অবস্থায়ও ছিল না। সমস্যা এড়াতে তাকে আমি তুলে নিয়েছিলাম এবং এনদ্রিককে এনেছি। সে খুবই গতিময় এক ফুটবলার।’
ব্রাহিম দিয়াজের গোলে গত রাতে ১০ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। সমতায় ফিরতে বেতিসের খুব একটা সময় লাগেনি। ৩৪ মিনিটে সমতাসূচক গোল করেন দলটির মিডফিল্ডার জনি কার্দোসো। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় বেতিস। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দলটির আরেক মিডফিল্ডার ইস্কো।
সমতায় ফেরার সুযোগ অবশ্য পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। এমবাপ্পের বদলি হিসেবে নামা এনদ্রিক ৭৯ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন। এরপর ৮৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিশ্চিত শট প্রতিহত করেন বেতিস গোলরক্ষক আদ্রিয়ান। ২-১ গোলের হারে কিছুটা বেকায়দায় পড়ল আনচেলত্তির দল। ২৬ ম্যাচে ১৬ জয়, ৬ ড্র ও ৪ হারে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে রিয়াল মাদ্রিদ। সমান ৫৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে বার্সেলোনা। বার্সা অবশ্য ২৫ ম্যাচ খেলেছে। অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে আজ রাতে তারা খেলবে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৪১ মিনিট আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে