Ajker Patrika

মাইক্রোফোন যখন তামিমের ‘ব্যাট’

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে 
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২৯
Thumbnail image

চলতি বাংলাদেশ বনাম ভারত সিরিজে তামিম ইকবাল আছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। ম্যাচ চলাকালীন কিংবা আগে—নানা মুহূর্ত নিয়ে বিশ্লেষণধর্মী আলাপ–আলোচনা করছেন এই ওপেনার। 

কখনো রবি শাস্ত্রী, কখনো মুরালি কার্তিক—বাংলাদেশ ও ভারতীয় দলের হালচাল নিয়ে মাইক্রোফোন হাতে কথা বলছেন তামিম। চেন্নাই টেস্টের পর কানপুর টেস্টেও ধারাভাষ্য দিতে এসেছিলেন তিনি। 

কিন্তু কানপুরে বৃষ্টিতে খেলা হলো কই! টানা বৃষ্টিতে খেলা বন্ধ প্রথম দিনের লাঞ্চের আগ থেকে। তবে থেমে নেই তামিমের ধারাভাষ্য দেওয়া। মাঠে এসে স্থানীয় টিভি স্পোর্টস এইটিনের সরাসরি আলাপচারিতায় যোগ দিচ্ছেন। 

আলাপচারিতার মাঝখানে আজ কানপুর টেস্টের তৃতীয় দিনে তামিমকে দেখা গেল একটু ভিন্ন মেজাজে। উইকেটে এসে মাইক্রোফোন হাতে নিয়ে করলেন শ্যাডো ব্যাটিং। যেন মাইক্রোফোন হয়ে উঠল তামিমের ব্যাট। দারুণ এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে তোড়জোড় শুরু হয়ে যায় মাঠের ক্যামেরাম্যানদের। শ্যাডো ব্যাটিং শেষ মাঠে আবারও লাইভে যোগ দেন তামিম। 

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও। হয়নি একটি বলও। তবে দিনের খেলা পরিত্যক্ত হলেও কানপুরের আকাশে এখন অনেক রোদের মেলা। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত প্রতিবেদকদের উদ্দেশে ঘোষণা করা হয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয়টি। তবে কোনো কারণ অফিশিয়ালরা এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি। 

ধারণা করা হচ্ছে, মাঠের কিছু জায়গায় ভেজা রয়েছে। পিচ্ছিল মাঠে ফিল্ডিং করার সময় খেলোয়াড়দের চোটে পড়ার ঝুঁকি রয়েছে। এর আগে ম্যাচ অফিশিয়ালদের মাঠ পরিদর্শনের আগে বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ও দলের ম্যানেজার নাফিস ইকবাল মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত