Ajker Patrika

রোনালদোর মতো কোকের বোতল সরিয়ে নিলেন রাজা

রোনালদোর মতো কোকের বোতল সরিয়ে নিলেন রাজা

কোমল পানীয় হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে কোকা-কোলা। কোম্পানিটিকে এক প্রকার ‘বিপদেই’ ফেলে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকা-কোলার বোতল সরিয়ে ফেলার ঘটনাটি নিশ্চয় এখনো স্মরণে থাকবে অনেকের। 

২০২০ ইউরোতে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে কোকা-কোলার বোতল নামিয়ে রেখে বিতর্কের জন্ম দিয়েছিলেন রোনালদো। তাঁর মতন একজন তারকার এই কাণ্ড কোকা-কোলার কোম্পানির ধস নামিয়েছিল, এমন গুঞ্জনও শোনা যায় সে সময়। 

এবার রোনালদোকেই যেন অনুসরণ করলেন সিকান্দার রাজা। আগামীকাল চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে জিম্বাবুয়ে। তার আগে আজ সংবাদ সম্মেলনে ঢুকেই টেবিল থেকে নিজ হাতে কোকা-কোলার বোতল সরিয়ে ফেলেন রাজা। জিম্বাবুয়েন অধিনায়ক কেন পানীয় পণ্যটি নামিয়ে ফেলেন সেটি জানা যায়নি। 

তবে অনেকে মনে করছেন, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এমনটি করেছেন রাজা। সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক পড়েছে। রাজাও হয়তো কোকা-কোলার বোতল সরিয়ে এই প্রতিবাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। 

বছর তিনেক আগে রোনালদোর সেই বিতর্কিত ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে পর্তুগিজ তারকাকে অনুসরণ করে কোকা-কোলা বর্জন শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত