গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু আজ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই টেস্টের ফলই নির্ধারণ করে দেবে সিরিজের ভাগ্য। তাই দুই দলের কাছেই এটি ‘ডু অর ডাই’ ম্যাচ। যে ম্যাচে দুই দলই নিজেদের নিংড়ে দিয়ে খেলবে, এটাই প্রত্যাশা।
তবে কাগিসো রাবাদার প্রত্যাশাটা একটু বেশিই। দলের জয়ের প্রত্যাশার পাশাপাশি বোলিংয়েও ভালো করার লক্ষ্য থাকবে তাঁর। আর ৫টি উইকেট পেলে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলকে পা রাখবেন প্রোটিয়া এই পেসার। এখানেই শেষ নয়, হয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্রুততম ৩০০ উইকেটের মালিকও। টেস্টে এ পর্যন্ত তিনি বল করেছেন ১১ হাজার ৫৯৬ বল। আর দেশটির পক্ষে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হতে ডেল স্টেইনকে খেলতে হয়েছিল ১২ হাজার ৬০৫ বল। স্টেইনের চেয়ে কত কম বল খেলে তিনি এই মাইলফলকে পা রাখেন, এখন এটাই দেখার।
গায়ানার প্রভিডেন্সে মাত্র ২টি টেস্ট ম্যাচ হওয়ার রেকর্ড। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেখানে স্বাগতিকেরা শ্রীলঙ্কার কাছে হেরেছিল ১২১ রানে। এর তিন বছর পর দ্বিতীয় টেস্টটিতে ৪০ রানে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল পাকিস্তানকে। এবার কি জিততে পারবে ওয়েস্ট ইন্ডিজ?
স্বাগতিকদের জিততে হলে ব্যাটিংয়ে ভালো করতে হবে। ২০০৩ সালে এখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ৩টি ম্যাচ হয়েছে। প্রথম ইনিংসের গড় ২০৬ রান। এখানে সিমের ব্যবহার করতে পারলে যেমন ভালো করার সুযোগ আছে সিমারদের, তেমনি স্পিনারদের জন্যও এখানে থাকছে বল ঘোরানোর সুযোগ।
গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু আজ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই টেস্টের ফলই নির্ধারণ করে দেবে সিরিজের ভাগ্য। তাই দুই দলের কাছেই এটি ‘ডু অর ডাই’ ম্যাচ। যে ম্যাচে দুই দলই নিজেদের নিংড়ে দিয়ে খেলবে, এটাই প্রত্যাশা।
তবে কাগিসো রাবাদার প্রত্যাশাটা একটু বেশিই। দলের জয়ের প্রত্যাশার পাশাপাশি বোলিংয়েও ভালো করার লক্ষ্য থাকবে তাঁর। আর ৫টি উইকেট পেলে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলকে পা রাখবেন প্রোটিয়া এই পেসার। এখানেই শেষ নয়, হয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্রুততম ৩০০ উইকেটের মালিকও। টেস্টে এ পর্যন্ত তিনি বল করেছেন ১১ হাজার ৫৯৬ বল। আর দেশটির পক্ষে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হতে ডেল স্টেইনকে খেলতে হয়েছিল ১২ হাজার ৬০৫ বল। স্টেইনের চেয়ে কত কম বল খেলে তিনি এই মাইলফলকে পা রাখেন, এখন এটাই দেখার।
গায়ানার প্রভিডেন্সে মাত্র ২টি টেস্ট ম্যাচ হওয়ার রেকর্ড। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেখানে স্বাগতিকেরা শ্রীলঙ্কার কাছে হেরেছিল ১২১ রানে। এর তিন বছর পর দ্বিতীয় টেস্টটিতে ৪০ রানে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল পাকিস্তানকে। এবার কি জিততে পারবে ওয়েস্ট ইন্ডিজ?
স্বাগতিকদের জিততে হলে ব্যাটিংয়ে ভালো করতে হবে। ২০০৩ সালে এখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ৩টি ম্যাচ হয়েছে। প্রথম ইনিংসের গড় ২০৬ রান। এখানে সিমের ব্যবহার করতে পারলে যেমন ভালো করার সুযোগ আছে সিমারদের, তেমনি স্পিনারদের জন্যও এখানে থাকছে বল ঘোরানোর সুযোগ।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে