Ajker Patrika

ব্যাটিং করতে করতেই ইফতার সারলেন দুই আফগান ব্যাটার

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৪: ০০
ব্যাটিং করতে করতেই ইফতার সারলেন দুই আফগান ব্যাটার

পবিত্র মাহে রমজান শুরু হয়েছে গতকাল। কাল রোজার প্রথম দিনে ম্যাচ ছিল আফগানিস্তান দলের। ম্যাচের মধ্যেই ইফতারের সময় হয়ে যায় ৷ খেলতে খেলতেই ইফতার সারলেন নবী-শাহিদিরা। এই ছবি কাল রাত থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল। 

আফগানিস্তান-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে গতকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হয়। শারজার স্থানীয় সময় অনুযায়ী তখন বিকেল সাড়ে ৩টা। টস হেরে আফগান ক্রিকেট দল পায় ব্যাটিং। ১৪-১৫ ঘণ্টা রোজা রেখে খেলেছেন আফগান ক্রিকেটাররা ৷ ম্যাচের মাঝেই সেরেছেন ইফতার। আফগানিস্তানের ইনিংসের ৪০তম ওভার শেষে দেওয়া হয় বিরতি। সে সময় মাঠেই ইফতার সারতে দেখা গেছে দুই ব্যাটার নবী ও শাহিদিকে। তখন আফগানদের ড্রেসিংরুমে মোনাজাত করছিলেন গুলবদিন নাইব, ইবরাহিম জাদরান, ফজলহক ফারুকিরা। ড্রেসিংরুমে থাকা ক্রিকেটাররাও খাবার ও পানি দিয়ে সেরেছেন ইফতার। 

রমজানের প্রথম দিনের ম্যাচটা আফগানিস্তান জিতেছে হেসেখেলেই। প্রথমে ব্যাটিং করা আফগানরা ৫০ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের স্কোর একপর্যায়ে ছিল ২৩.২ ওভারে ৩ উইকেটে ১০১ রানে। সেখান থেকে ১৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় আইরিশরা। ১১৭ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে আফগানরা। দুর্দান্ত অলরাউন্ড নৈপুন্যে ম্যাচ-সেরা নবী। ৬২ বলে করেন ৪৮ রান। বোলিংয়ে ১৭ রানে নেন ৫ উইকেট। সিরিজ-সেরা হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। মাঝের দ্বিতীয় ওয়ানডে হয়েছে পরিত্যক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত