Ajker Patrika

দুবাইয়ে রুমানার ঝলক 

আপডেট : ০৬ মে ২০২২, ১৩: ৫৪
দুবাইয়ে রুমানার ঝলক 

নিউজিল্যান্ডে বিশ্বকাপে আড়ালেই পড়ে ছিলেন রুমানা আহমেদ। নিজের পারফরম্যান্স নিয়ে ছিলেন হতাশ। বিশ্বকাপের দুঃখ ভুলে দুবাইয়ে গতকাল দারুণ বোলিং করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। 

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফেয়ারব্রেক ইনভাইটেশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বার্মি আর্মি উইমেনের হয়ে খেলছেন রুমানা। স্পিরিট উইমেনের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি, কিন্তু বল করেছেন পুরো চার ওভার। কিপটে বোলিংয়ে রেখেছেন দলের জয়ে বড় অবদান। 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১২৫ রান তোলে বার্মি আর্মি। দলের কেউ অর্ধশতকের কোটা ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান অজি ব্যাটার লরা উলভারডের। ৩৬ রান এসেছে ইংলিশ ব্যাটার হিদার নাইটের ব্যাট থেকে। পাকিস্তানি ফাতিমা সানা, রুমানারা ব্যাটিংয়ের সুযোগ পাননি। 

ব্যাট ধরার সুযোগ না পাওয়া রুমানা আফসোস মিটিয়েছেন বোলিংয়ে। আঁটসাঁট বোলিং করেছেন বার্মি আর্মির অন্য সব বোলারও। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ইংলিশ ব্যাটসম্যান সোফি একলেস্টোনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন রুমানা। ১.৭৫ গড়ে বার্মি আর্মির সবচেয়ে সাশ্রয়ী বোলিংটা তারই। ৯ উইকেটে শেষ পর্যন্ত ৭৫ রানে থেমেছে স্পিরিট ওমেন। বার্মি আর্মি ম্যাচ জিতেছে ৫০ রানের বড় ব্যবধানে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন বার্মি আর্মির হিদার নাইট। 

ফেয়ারব্রেক টি-টোয়েন্টিতে ফ্যালকন উইমেনের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি জাহানারা আলম। আজ সন্ধ্যা ৬টায় জাহানারার দলের বিপক্ষে খেলবে রুমানাদের বার্মি আর্মি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত