একজন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার। অন্যজন ১৯ টেস্টে নিয়েছেন ৭৪ উইকেট। দুজনেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে একই দলের হয়ে খেলছেন। যেখানে ৭৪ উইকেট নেওয়া হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ হয়ে তাঁকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন টেস্টে ৬৪০ উইকেট নেওয়া আন্ডারসন।
সতীর্থ হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ আন্ডারসন জানিয়েছেন, হাসানের কাছ থেকে তিনি শিখছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা হাসান অবশ্য কাউন্টিতে দারুণ ছন্দে আছেন। ২৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ২৭ বছরের এই পেসার। আন্ডারসনের সঙ্গে খেলতে পেরে হাসান নিজেও বেশ উচ্ছ্বসিত।
তবে আন্ডারসনের মুগ্ধতা আরও বেশি। হাসান আলীকে তাঁর মূল্যায়ন, ‘হাসান আলী একজন কিংবদন্তি এবং দুর্দান্ত বোলার। ও বেশ জোরে বল করে এবং প্রতিটি বলেই নিজের সবটা উজাড় করে দেয়। ওর সঙ্গে বোলিং করার অভিজ্ঞতাটা দারুণ। আগে খেলা হয়নি যাদের সঙ্গে, এমন খেলোয়াড়দের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায়। যদিও ও আমাকে অনেক প্রশ্ন করে, তবে আমিও ওর থেকে অনেক কিছু শিখছি।’
হাসান আলীর নিবেদন আর একাগ্রতা মুগ্ধ করেছে আন্ডারসনকে। ইংলিশ এই পেসার বলেন, ‘ও ক্রিকেট এবং বোলিং করাটা ভীষণ পছন্দ করে। যখন বিদেশি খেলোয়াড়কে চুক্তি করানো হয়, তখন ঠিক বোঝা যায় না ওরা এই পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে এসেছে, নাকি শুধু টাকার জন্য খেলতে এসেছে। তবে ও (হাসান আলী) ক্রিকেটটাকেই খুব ভালোবাসে। পারলে তো সারা দিনই বোলিং করে, কখনো ক্লান্তি বা বিশ্রাম নিতে চেয়ে অধিনায়ককে না করে না ও।’
একজন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার। অন্যজন ১৯ টেস্টে নিয়েছেন ৭৪ উইকেট। দুজনেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে একই দলের হয়ে খেলছেন। যেখানে ৭৪ উইকেট নেওয়া হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ হয়ে তাঁকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন টেস্টে ৬৪০ উইকেট নেওয়া আন্ডারসন।
সতীর্থ হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ আন্ডারসন জানিয়েছেন, হাসানের কাছ থেকে তিনি শিখছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা হাসান অবশ্য কাউন্টিতে দারুণ ছন্দে আছেন। ২৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ২৭ বছরের এই পেসার। আন্ডারসনের সঙ্গে খেলতে পেরে হাসান নিজেও বেশ উচ্ছ্বসিত।
তবে আন্ডারসনের মুগ্ধতা আরও বেশি। হাসান আলীকে তাঁর মূল্যায়ন, ‘হাসান আলী একজন কিংবদন্তি এবং দুর্দান্ত বোলার। ও বেশ জোরে বল করে এবং প্রতিটি বলেই নিজের সবটা উজাড় করে দেয়। ওর সঙ্গে বোলিং করার অভিজ্ঞতাটা দারুণ। আগে খেলা হয়নি যাদের সঙ্গে, এমন খেলোয়াড়দের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায়। যদিও ও আমাকে অনেক প্রশ্ন করে, তবে আমিও ওর থেকে অনেক কিছু শিখছি।’
হাসান আলীর নিবেদন আর একাগ্রতা মুগ্ধ করেছে আন্ডারসনকে। ইংলিশ এই পেসার বলেন, ‘ও ক্রিকেট এবং বোলিং করাটা ভীষণ পছন্দ করে। যখন বিদেশি খেলোয়াড়কে চুক্তি করানো হয়, তখন ঠিক বোঝা যায় না ওরা এই পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে এসেছে, নাকি শুধু টাকার জন্য খেলতে এসেছে। তবে ও (হাসান আলী) ক্রিকেটটাকেই খুব ভালোবাসে। পারলে তো সারা দিনই বোলিং করে, কখনো ক্লান্তি বা বিশ্রাম নিতে চেয়ে অধিনায়ককে না করে না ও।’
সিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো ম্যাচ খেলেনি। নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ তো থেমে নেই। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানেরও তাই পরিবর্তন হচ্ছে।
২ ঘণ্টা আগেসিলেট থেকে কলম্বো—গতকাল দুই ভেন্যু থেকে দুই রকম সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ হারালেও কলম্বোতে শ্রীলঙ্কার যুব দলের কাছে হেরেছেন আজিজুল হাকিম তামিম। ২৪ ঘণ্টা না থাকলেই আজ চট্টগ্রামে নেমেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
৩ ঘণ্টা আগে