মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল আজ। ২০২৩ আইপিএলে বাড়ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। হিসেবে আদানি গ্রুপের (আহমেদাবাদ) ও ক্যাপরি গ্লোবাল (লক্ষ্ণৌ) নামে নতুন দুটি দল যোগ হয়েছে। এ ছাড়া আগের তিন ফ্র্যাঞ্চাইজি-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারও আছে।
৪ হাজার ৬৬৯ কোটি ৯৯ লাখ রুপিতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা সংস্করণটি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামে পরিচিতি পাবে।
আবেদন করেও দল পেল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১ হাজার ২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদ দল কিনেছে আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লাখ রুপিতে মুম্বাই দল কিনেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্পোর্টস প্রাইভেট লিমিটেড বেঙ্গালুরু দল কিনেছে ৯০১ কোটি রুপিতে। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। এ জন্য তাদের খরচ করছে ৮১০ কোটি রুপি। ৭৫৭ কোটি রুপিতে ক্যাপরি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লক্ষ্ণৌ দল। তারা কিনেছে ৭৫৭ কোটি রুপি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ টুইটারে লিখেছেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন এক যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।’ আগামী মার্চে হতে পারে মেয়েদের আইপিএল।
মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল আজ। ২০২৩ আইপিএলে বাড়ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। হিসেবে আদানি গ্রুপের (আহমেদাবাদ) ও ক্যাপরি গ্লোবাল (লক্ষ্ণৌ) নামে নতুন দুটি দল যোগ হয়েছে। এ ছাড়া আগের তিন ফ্র্যাঞ্চাইজি-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারও আছে।
৪ হাজার ৬৬৯ কোটি ৯৯ লাখ রুপিতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা সংস্করণটি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামে পরিচিতি পাবে।
আবেদন করেও দল পেল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১ হাজার ২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদ দল কিনেছে আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লাখ রুপিতে মুম্বাই দল কিনেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্পোর্টস প্রাইভেট লিমিটেড বেঙ্গালুরু দল কিনেছে ৯০১ কোটি রুপিতে। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। এ জন্য তাদের খরচ করছে ৮১০ কোটি রুপি। ৭৫৭ কোটি রুপিতে ক্যাপরি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লক্ষ্ণৌ দল। তারা কিনেছে ৭৫৭ কোটি রুপি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ টুইটারে লিখেছেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন এক যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।’ আগামী মার্চে হতে পারে মেয়েদের আইপিএল।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
১০ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১১ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৪ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৭ ঘণ্টা আগে