যুবরাজ সিং, হার্শেল গিবসদের পেছনে ফেললেন সেদিকুল্লাহ আতাল। নামটা অপরিচিত হলেও চোখ কপালে উঠার মতো এক কীর্তি গড়েছেন আফগানিস্তানি ব্যাটার। এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান নিয়েছেন তিনি। যুবরাজ, হার্শেলরা নিয়েছিলেন ছয় ছক্কায় ৩৬ রান।
যুবরাজ, হার্শেলের মতো ৩৬ রান নেওয়ার কীর্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরেন পোলার্ডেরও। এঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন। তবে সেদিকুল্লাহ অবিশ্বাস্য ৪৮ রান নিয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
সেদিকুল্লাহ এই তাণ্ডব চালান আমির জাজাইয়ের উপর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল কাবুল প্রিমিয়ার লিগে শাহীন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডারস। সেই ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯ তম ওভারে ছক্কার ঝড় তুলেন সেদিকুল্লাহ। আমির জাজাইয়ের করা প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এতেই পার পাননি জাজাই, বলটি আবার হয় নো। ফ্রি-হিটের বলটি করতে এসে এবার ওয়াইড দেন তিনি। সঙ্গে উইকেটরক্ষক বল ধরতে না পারলে প্রতিপক্ষের দলীয় খাতায় ৫ রান অতিরিক্ত হিসেবে যোগ হয়। অর্থাৎ, কোনো বৈধ বল করার আগেই ১২ রান দিয়ে বসেন জাজাই।
এমন কঠিন সময়ে জাজাইয়ের পরের ৬ বলে ব্যাটিংয়ে তাণ্ডব চালান সেদিকুল্লাহ। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এক ওভারের এমন বিধ্বংসী ব্যাটিংয়েই থামেননি আফগানদের হয়ে এক টি–টোয়েন্টি খেলা এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পরে ৫৬ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। পরে তাঁর দল ৯২ রানের বিশাল জয়ও পায়।
যুবরাজ সিং, হার্শেল গিবসদের পেছনে ফেললেন সেদিকুল্লাহ আতাল। নামটা অপরিচিত হলেও চোখ কপালে উঠার মতো এক কীর্তি গড়েছেন আফগানিস্তানি ব্যাটার। এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান নিয়েছেন তিনি। যুবরাজ, হার্শেলরা নিয়েছিলেন ছয় ছক্কায় ৩৬ রান।
যুবরাজ, হার্শেলের মতো ৩৬ রান নেওয়ার কীর্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরেন পোলার্ডেরও। এঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন। তবে সেদিকুল্লাহ অবিশ্বাস্য ৪৮ রান নিয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
সেদিকুল্লাহ এই তাণ্ডব চালান আমির জাজাইয়ের উপর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল কাবুল প্রিমিয়ার লিগে শাহীন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডারস। সেই ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯ তম ওভারে ছক্কার ঝড় তুলেন সেদিকুল্লাহ। আমির জাজাইয়ের করা প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এতেই পার পাননি জাজাই, বলটি আবার হয় নো। ফ্রি-হিটের বলটি করতে এসে এবার ওয়াইড দেন তিনি। সঙ্গে উইকেটরক্ষক বল ধরতে না পারলে প্রতিপক্ষের দলীয় খাতায় ৫ রান অতিরিক্ত হিসেবে যোগ হয়। অর্থাৎ, কোনো বৈধ বল করার আগেই ১২ রান দিয়ে বসেন জাজাই।
এমন কঠিন সময়ে জাজাইয়ের পরের ৬ বলে ব্যাটিংয়ে তাণ্ডব চালান সেদিকুল্লাহ। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এক ওভারের এমন বিধ্বংসী ব্যাটিংয়েই থামেননি আফগানদের হয়ে এক টি–টোয়েন্টি খেলা এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পরে ৫৬ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। পরে তাঁর দল ৯২ রানের বিশাল জয়ও পায়।
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৬ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪৩ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে