Ajker Patrika

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার লক্ষ্য মাত্র ৭৬ রান

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার লক্ষ্য মাত্র ৭৬ রান

প্রথম দিনকেও ছাড়িয়ে গেলে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন। আজও দাপট দেখিয়েছে বোলাররা। প্রথম দিন ১৪ উইকেট পড়লেও আজ গতকালের চেয়েও ২ উইকেট বেশি পড়েছে। তৃতীয় টেস্টে আজ ১৬ উইকেট পড়েছে। ফলে আগামীকালই ইন্দোর টেস্টের ফল নির্ধারিত হতে যাচ্ছে। 

বোলারদের দাপটে দিনের শুরু থেকেই ব্যাটারদের অবস্থা চিঁড়েচ্যাপ্টা। গত দিন শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৫৬ রানে ব্যাটিংয়ে নামায় শুরুটা করেছেন ভারতের বোলাররাই। মাত্র ৪১ রানে অজিদের বাকি ৬ উইকেট তুলে নেয় স্বাগতিকেরা। 

প্রথম দিনে ৪ উইকেট নেওয়া বরীন্দ্র জাদেজা আজ উইকেট না পেলেও ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ভারতে হয়ে একটি করে রেকর্ডও গড়েছেন দুজনে। পঞ্চম পেসার হিসেবে নিজেদের মাঠে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন যাদব। 

অন্যদিকে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে উঠে এসেছে অশ্বিন। সব সংস্করণ মিলিয়ে ৬৮৯ উইকেট নিয়ে কপিল দেবকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। ৬৮৭ উইকেটে চারে আছেন ভারতকে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতীয় অফ স্পিনারের উপরে আছে শুধু হরভজন সিং ও অনিল কুম্বলে। ৭০৭ উইকেট নিয়ে দুইয়ে আছেন ভাজ্জি। আর ৯৫৩ উইকেটে শীর্ষে কুম্বলে। 

প্রথম ইনিংসের চেয়ে ভারত দ্বিতীয় ইনিংসে বেশি রান করলেও ব্যাটিংয়ের শুরুটা ছিল ভীতিজাগানিয়া। যা শেষ পর্যন্ত ছিল। ৫৯ রান করা চেতেশ্বর পূজারা ছাড়া বাকি ব্যাটাররা নাথান লায়নের ঘূর্ণিতেই হাঁসফাঁস করেছেন। ৮ উইকেট নেওয়া লায়নের স্পিন মায়াজালে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় স্বাগতিকেরা। এতে করে ৭৬ রানের লক্ষ্য পেয়েছে অজিরা। আগামীকাল সিরিজ বাঁচানোর টেস্টে মাঠে নামবে সফরকারীরা। 

ইন্দোরে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে অনেক রেকর্ড নাম লিখিয়েছেন লায়ন। টেস্ট সংস্করণে ভারতের মাটিতে উইকেট নেওয়ার তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ২৫ টেস্টে ১১৩ উইকেট নিয়েছেন অফ-স্পিনার। তাঁর উপরে উঠে আসাতে ১০৫ উইকেট নেওয়া শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ তিনে নেমে গেছেন। আর ১৩৯ উইকেটে শীর্ষে আছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। 

এ ছাড়া ভারতে বিপক্ষে পঞ্চমবারের মতো ৫ উইকেট নিয়ে স্বদেশি রিচি বেনোর রেকর্ডও ছুঁয়েছেন লায়ন। সঙ্গে পুজারাকে লজ্জার এক রেকর্ডে নাম লেখাতে বাধ্য করেছেন। ১৩ বারের মতো ভারতীয় ব্যাটারকে আউট করেছেন তিনি। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত