Ajker Patrika

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনটা ভারতের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৯: ২৩
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনটা ভারতের

মিরপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিন আধিপত্য বিস্তার করে খেলেছে ভারত। ২০৮ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে ভারত। যেখানে সফরকারীরা কোনো উইকেট হারায়নি। 

৫ উইকেটে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করা বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে ৪৩ রানে। সেঞ্চুরি পাওয়া হয়নি রানের খোঁজে থাকা মুমিনুল হকের। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৪ রান করেন মুমিনুল। এর আগে মেহেদী হাসান মিরাজকে দিয়ে শেষ সেশনে উইকেটের স্রোত শুরু হয়। কিছুটা দুর্ভাগাই বলতে হবে মুমিনুলকে। রবিচন্দ্রন অশ্বিনের বলটা তাঁর গ্লাভসে ছুঁয়ে ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়।  

মিরাজও ইনিংস বড় করতে না পারার হতাশায় ডুবিয়েছেন বাংলাদেশকে। উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন ১৫ রানে। তাঁর ৫১ বলের ইনিংস থামে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে পন্তের হাতে ক্যাচ দিয়ে। এরপর দ্রুতই ফিরেছেন তাসকিন আহমেদ (১)। তাসকিনকে সিরাজের ক্যাচ বানিয়ে ফেরান উমেশ। এটা এই পেসারের চতুর্থ উইকেট।  

শেষ উইকেট হিসেবে অশ্বিনের শিকারে পরিণত হন খালেদ আহমেদ। এই অফ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন। উমেশের মতো চার উইকেট নিয়েছেন অশ্বিনও। 

বাংলাদেশের ২২৭ রানের জবাবে ব্যাটিংয়ে নামে ভারত। ৮ ওভারে বিনা উইকেটে ১৯ রানে দিনের খেলা শেষ করে সফরকারীরা। লোকেশ রাহুল অপরাজিত আছেন ৩ রান করে এবং শুভমন গিল অপরাজিত আছেন ১৪ রান করে। যদিও ১টা উইকেট বাংলাদেশ পেতে পারত। সাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়েছিলেন রাহুল। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ভারতের অধিনায়ক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত