শুরুতে টপাটপ উইকেট হারানোর রোগ থেকে বাংলাদেশ যেন বেরই হতে পারছে না। যে সংস্করণের ম্যাচই হোক না কেন, এমন ঘটনা ঘটছে বারবার। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ শুরুতে খেয়েছে ধাক্কা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টি সিরিজে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। পরবর্তীতে শেষের দিকে তাণ্ডব চালায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে চাপে থাকে বাংলাদেশ। তৃতীয় ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আকিল হোসেন নিয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উইকেট। তানজিদ তামিম ১১ বলে করেছেন ৬ রান। মেরেছেন ১ চার। কিন্তু অধিনায়ক লিটন মেরেছেন গোল্ডেন ডাক।
আকিলের জোড়া ধাক্কায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ১৫ রান। পাওয়ারপ্লেতে দুই টপ অর্ডার ব্যাটারের উইকেট হারানোর পাশাপাশি সফরকারীরা হারায় আফিফ হোসেন ধ্রুবর উইকেট। ১১ বলে ২ চারে ৮ রান করেন আফিফ। ৫.৪ ওভারে ৩ উইকেটে ৩০ রানে পরিণত হওয়া বাংলাদেশ তখন চোখে সর্ষেফুল দেখতে থাকে।
বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। তাঁরা দুজন আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন। স্ট্রাইক রোটেটের পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারি মারতে থাকেন। ১১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে গুড়াকেশ মোতিকে টানা দুটি ছক্কা মারেন সৌম্য। চতুর্থ উইকেটে সৌম্য-জাকের গড়েন ৪২ বলে ৫৩ রানের জুটি। ১৩তম ওভারের চতুর্থ বলে জাকেরকে ফিরিয়ে জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। ২৭ বলে ১ চার ও ২ ছক্কায় জাকের করেন ২৭ রান।
জাকের আউট হওয়ার ঠিক পরের ওভারেই বাংলাদেশ হারাতে পারত আরও একটি উইকেট। ১৪তম ওভারের পঞ্চম বলে শেখ মেহেদী হাসানকে কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন রস্টন চেজ। তবে মেহেদী বেঁচে গেলেও সৌম্যর উইকেট দ্রুতই হারিয়েছে সফরকারীরা। ১৫তম ওভারের শেষ বলে সৌম্যকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন ওবেদ ম্যাকয়। ওপেনিংয়ে নেমে ৩২ বলে ২ চার ও ৩ ছক্কায় সৌম্য করেন ৪৩ রান।
সৌম্যর বিদায়ে ১৫ ওভারে ৫ উইকেটে ৯৬ রানে পরিণত হয় বাংলাদেশ। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে তখন তাণ্ডব চালিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ১ চার ও ৩ ছক্কা মেরেছেন। মেহেদীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন শামীম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সৌম্যর ৪৩ রানই সফরকারীদের ইনিংস সর্বোচ্চ।
ওয়েস্ট ইন্ডিজের আকিল, ম্যাকয় নিয়েছেন ২টি করে উইকেট। আকিল ৪ ওভারে দিয়েছেন ১৩ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।
শুরুতে টপাটপ উইকেট হারানোর রোগ থেকে বাংলাদেশ যেন বেরই হতে পারছে না। যে সংস্করণের ম্যাচই হোক না কেন, এমন ঘটনা ঘটছে বারবার। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ শুরুতে খেয়েছে ধাক্কা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টি সিরিজে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। পরবর্তীতে শেষের দিকে তাণ্ডব চালায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে চাপে থাকে বাংলাদেশ। তৃতীয় ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আকিল হোসেন নিয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উইকেট। তানজিদ তামিম ১১ বলে করেছেন ৬ রান। মেরেছেন ১ চার। কিন্তু অধিনায়ক লিটন মেরেছেন গোল্ডেন ডাক।
আকিলের জোড়া ধাক্কায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ১৫ রান। পাওয়ারপ্লেতে দুই টপ অর্ডার ব্যাটারের উইকেট হারানোর পাশাপাশি সফরকারীরা হারায় আফিফ হোসেন ধ্রুবর উইকেট। ১১ বলে ২ চারে ৮ রান করেন আফিফ। ৫.৪ ওভারে ৩ উইকেটে ৩০ রানে পরিণত হওয়া বাংলাদেশ তখন চোখে সর্ষেফুল দেখতে থাকে।
বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। তাঁরা দুজন আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন। স্ট্রাইক রোটেটের পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারি মারতে থাকেন। ১১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে গুড়াকেশ মোতিকে টানা দুটি ছক্কা মারেন সৌম্য। চতুর্থ উইকেটে সৌম্য-জাকের গড়েন ৪২ বলে ৫৩ রানের জুটি। ১৩তম ওভারের চতুর্থ বলে জাকেরকে ফিরিয়ে জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। ২৭ বলে ১ চার ও ২ ছক্কায় জাকের করেন ২৭ রান।
জাকের আউট হওয়ার ঠিক পরের ওভারেই বাংলাদেশ হারাতে পারত আরও একটি উইকেট। ১৪তম ওভারের পঞ্চম বলে শেখ মেহেদী হাসানকে কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন রস্টন চেজ। তবে মেহেদী বেঁচে গেলেও সৌম্যর উইকেট দ্রুতই হারিয়েছে সফরকারীরা। ১৫তম ওভারের শেষ বলে সৌম্যকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন ওবেদ ম্যাকয়। ওপেনিংয়ে নেমে ৩২ বলে ২ চার ও ৩ ছক্কায় সৌম্য করেন ৪৩ রান।
সৌম্যর বিদায়ে ১৫ ওভারে ৫ উইকেটে ৯৬ রানে পরিণত হয় বাংলাদেশ। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে তখন তাণ্ডব চালিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ১ চার ও ৩ ছক্কা মেরেছেন। মেহেদীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন শামীম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সৌম্যর ৪৩ রানই সফরকারীদের ইনিংস সর্বোচ্চ।
ওয়েস্ট ইন্ডিজের আকিল, ম্যাকয় নিয়েছেন ২টি করে উইকেট। আকিল ৪ ওভারে দিয়েছেন ১৩ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে