Ajker Patrika

রাওয়ালপিন্ডিতে সমানে সমানে লড়ছে ইংল্যান্ড, পাকিস্তান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২১: ৩৮
রাওয়ালপিন্ডিতে সমানে সমানে লড়ছে ইংল্যান্ড, পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে সমানে সমানে লড়াই করছে দুই দল। ছেড়ে কথা বলছে না কেউ কাউকেই। ইংল্যান্ডের চার ব্যাটারের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের তিন ব্যাটার। আজ ১৫৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।

বিনা উইকেটে ১৮১ রান নিয়ে আজ তৃতীয় দিন খেলতে নেমেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক করেছেন ২২৫ রানের জুটি। এই দুই ওপেনারই টেস্টে পেয়েছেন তৃতীয়  সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১১৪ রান করা শফিকের উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন উইল জ্যাকস। ১২১ রান করা ইমামও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ইমামের উইকেট নেন জ্যাক লিচ। ২৭ রান করা আজহার আলির উইকেটও তুলে নেন লিচ। তাতে ৩ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৯০ রান। চতুর্থ উইকেটে বাবর আজম-সৌদ শাকিল ১২৩ রানের জুটি গড়েছেন। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন বাবর। ১৩৬ রান করেছেন পাকিস্তানি অধিনায়ক।

শাকিলকে ফিরিয়ে ৪র্থ উইকেটের ১২৩ রানের জুটি ভাঙেন রবিনসন। এরপর পাকিস্তানের ইনিংসে হালকা ধ্বস নামে। ৩ উইকেটে ৪১৩ থেকে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৯৭ রান। ৭ উইকেটে ৪৯৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জ্যাকস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত