ক্রীড়া ডেস্ক
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নেমে দিল্লি করেছিল ১২৩ রান। ৯.৪ ওভারে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে টাইগার্স। ঘটনা দিল্লি বুলসের ইনিংসের নবম ওভারে। বাংলা টাইগার্সের পেসার শানাকা প্রথম তিন বল ভালোই করলেন। প্রতি বলে ১ রান দিয়েছেন। অর্থাৎ তিন বলে দিয়েছেন ৩ রান।
ফিক্সিংয়ের গুঞ্জন তার পরের তিন বলে। এই তিন বলে দিয়েছেন ৩০ রান। এর মধ্যে দিয়েছেন ৪টি নো! তিনটি নো বলে হজম করেছেন তিনটি চারের বাউন্ডারি। অর্থাৎ চার নো বলে শানাকা দিয়েছেন ১৬ রান। আর শেষের তিন বৈধ ডেলিভারিতে একটি ছক্কা ও দুই চারে দিয়েছেন ১৪। সব মিলিয়ে এই ওভারে ১০টি বল করেছেন শানাকা। ৩০ রানের মধ্যে দিল্লির ব্যাটার নিখিল চৌধুরী নিয়েছেন ২৬ রান।
তার আগে গত ২২ নভেম্বর বিলালের নো বলের ধরন দেখে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। উইজডেন-টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল সেই নো বল নিয়ে।
টি-টেন লিগে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স এ পর্যন্ত তিন ম্যাচে জয় পেয়েছে একটি। ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। চার ম্যাচে সব কটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ডেকান গ্লাডিয়েটর্স শীর্ষে ও স্যাম্প আর্মি আছে দুই নম্বরে।
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নেমে দিল্লি করেছিল ১২৩ রান। ৯.৪ ওভারে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে টাইগার্স। ঘটনা দিল্লি বুলসের ইনিংসের নবম ওভারে। বাংলা টাইগার্সের পেসার শানাকা প্রথম তিন বল ভালোই করলেন। প্রতি বলে ১ রান দিয়েছেন। অর্থাৎ তিন বলে দিয়েছেন ৩ রান।
ফিক্সিংয়ের গুঞ্জন তার পরের তিন বলে। এই তিন বলে দিয়েছেন ৩০ রান। এর মধ্যে দিয়েছেন ৪টি নো! তিনটি নো বলে হজম করেছেন তিনটি চারের বাউন্ডারি। অর্থাৎ চার নো বলে শানাকা দিয়েছেন ১৬ রান। আর শেষের তিন বৈধ ডেলিভারিতে একটি ছক্কা ও দুই চারে দিয়েছেন ১৪। সব মিলিয়ে এই ওভারে ১০টি বল করেছেন শানাকা। ৩০ রানের মধ্যে দিল্লির ব্যাটার নিখিল চৌধুরী নিয়েছেন ২৬ রান।
তার আগে গত ২২ নভেম্বর বিলালের নো বলের ধরন দেখে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। উইজডেন-টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল সেই নো বল নিয়ে।
টি-টেন লিগে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স এ পর্যন্ত তিন ম্যাচে জয় পেয়েছে একটি। ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। চার ম্যাচে সব কটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ডেকান গ্লাডিয়েটর্স শীর্ষে ও স্যাম্প আর্মি আছে দুই নম্বরে।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৭ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে