ক্রীড়া ডেস্ক
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নেমে দিল্লি করেছিল ১২৩ রান। ৯.৪ ওভারে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে টাইগার্স। ঘটনা দিল্লি বুলসের ইনিংসের নবম ওভারে। বাংলা টাইগার্সের পেসার শানাকা প্রথম তিন বল ভালোই করলেন। প্রতি বলে ১ রান দিয়েছেন। অর্থাৎ তিন বলে দিয়েছেন ৩ রান।
ফিক্সিংয়ের গুঞ্জন তার পরের তিন বলে। এই তিন বলে দিয়েছেন ৩০ রান। এর মধ্যে দিয়েছেন ৪টি নো! তিনটি নো বলে হজম করেছেন তিনটি চারের বাউন্ডারি। অর্থাৎ চার নো বলে শানাকা দিয়েছেন ১৬ রান। আর শেষের তিন বৈধ ডেলিভারিতে একটি ছক্কা ও দুই চারে দিয়েছেন ১৪। সব মিলিয়ে এই ওভারে ১০টি বল করেছেন শানাকা। ৩০ রানের মধ্যে দিল্লির ব্যাটার নিখিল চৌধুরী নিয়েছেন ২৬ রান।
তার আগে গত ২২ নভেম্বর বিলালের নো বলের ধরন দেখে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। উইজডেন-টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল সেই নো বল নিয়ে।
টি-টেন লিগে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স এ পর্যন্ত তিন ম্যাচে জয় পেয়েছে একটি। ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। চার ম্যাচে সব কটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ডেকান গ্লাডিয়েটর্স শীর্ষে ও স্যাম্প আর্মি আছে দুই নম্বরে।
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নেমে দিল্লি করেছিল ১২৩ রান। ৯.৪ ওভারে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে টাইগার্স। ঘটনা দিল্লি বুলসের ইনিংসের নবম ওভারে। বাংলা টাইগার্সের পেসার শানাকা প্রথম তিন বল ভালোই করলেন। প্রতি বলে ১ রান দিয়েছেন। অর্থাৎ তিন বলে দিয়েছেন ৩ রান।
ফিক্সিংয়ের গুঞ্জন তার পরের তিন বলে। এই তিন বলে দিয়েছেন ৩০ রান। এর মধ্যে দিয়েছেন ৪টি নো! তিনটি নো বলে হজম করেছেন তিনটি চারের বাউন্ডারি। অর্থাৎ চার নো বলে শানাকা দিয়েছেন ১৬ রান। আর শেষের তিন বৈধ ডেলিভারিতে একটি ছক্কা ও দুই চারে দিয়েছেন ১৪। সব মিলিয়ে এই ওভারে ১০টি বল করেছেন শানাকা। ৩০ রানের মধ্যে দিল্লির ব্যাটার নিখিল চৌধুরী নিয়েছেন ২৬ রান।
তার আগে গত ২২ নভেম্বর বিলালের নো বলের ধরন দেখে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। উইজডেন-টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল সেই নো বল নিয়ে।
টি-টেন লিগে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স এ পর্যন্ত তিন ম্যাচে জয় পেয়েছে একটি। ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। চার ম্যাচে সব কটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ডেকান গ্লাডিয়েটর্স শীর্ষে ও স্যাম্প আর্মি আছে দুই নম্বরে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে