Ajker Patrika

ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের বিশ্ব রেকর্ড গড়লেন লামিচানে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২০: ০৪
Thumbnail image

কিছুদিন আগেও অনিশ্চিত হয়ে পড়েছিল সন্দ্বীপ লামিচানের ভবিষ্যৎ। ১৭ বছর বয়সী এক কিশোরীর ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে লেগস্পিনারের জীবনের গতিপথই বেঁকে গিয়েছিল। গত ১৩ জানুয়ারি জামিন পাওয়ার পর আবারও জাতীয় দলের হয়ে খেলা শুরু করেছেন তিনি।

ক্রিকেটে ফিরেই আজ বিশ্ব রেকর্ডও গড়ে ফেললেন লামিচানে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন নেপালের এই ক্রিকেটার। ৪২ ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল আরেক লেগস্পিনার রশিদ খানের। আফগানিস্তানি স্পিনার ৪৪ ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন। এবার তাঁর চেয়ে ২ ম্যাচ কমে রেকর্ডটি নিজের করে নিলেন লামিচানে।

ওমানের বিপক্ষে ইনিংসের ১২তম ওভারে বোলিং এসে আদিল শফিককে এলবিডব্লিউ করে রেকর্ড গড়েন লামিচানের। নিজের প্রথম ওভারের শেষ বলে জিসান মাকসুদকেও আউট করেছেন এই লেগস্পিনার। পরে আরও একটি উইকেট পেয়েছেন তিনি। সব মিলিয়ে ৮ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলারও তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে এখন তাঁর উইকেট সংখ্যা ৪২ ম্যাচে ১০২টি।

লামিচানের রেকর্ডের দিনে বড় ব্যবধানে জয় পেয়েছে নেপাল। এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ২০২৩ টুর্নামেন্টে ওমানকে ৮৪ রানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে কুশল মাল্লার ১০৮ রানের দুর্দান্ত ইনিংসে ৮ উইকেটে ৩১০ রান করে নেপাল। এই লক্ষ্য তাড়া করতে নেমে ২২৬ রানে অলআউট ওমান। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাদিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত