Ajker Patrika

আইসিসি র‍্যাঙ্কিং

আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে তামিমের বড় লাফ

ক্রীড়া ডেস্ক    
আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন তানজিদ হাসান তামিম। ছবি: ক্রিকইনফো
আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন তানজিদ হাসান তামিম। ছবি: ক্রিকইনফো

আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১০ রানে আউট হয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে ভালো করেছিলেন তানজিদ হাসান তামিম। খেলেছিলেন ৫৯ রানের ইনিংস। এই ইনিংসটির সুবাদেই টি-টোয়েন্টির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশ দলের এই ওপেনার। র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন জাকির আলী ও লিটন দাসও।

আজ আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির ব্যাটিংয়ে তানজিদ ২৯ ধাপ এগিয়ে চলে এসেছেন সেরা একশতে। ৩৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। ৬ ধাপ এগিয়ে ৮২তম অবস্থানে উঠে এসেছেন জাকের আলী। এক ধাপ উন্নতিতে ৪৯তম অবস্থানে লিটন দাস। বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বর্তমানে ১-১ সমতায়। শারজায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।

দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতের জয়ের নায়ক মুহাম্মদ ওয়াসিমও লাফ দিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ৮ ধাপ এগিয়ে ১৯তম অবস্থানে উঠে এসেছেন। দলটির আরেক ব্যাটার আসিফ খানের উন্নতি ১১ ধাপ; ৮৮তম অবস্থান তাঁর। টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি ধরে রেখেছেন ট্রাভিস হেড।

টি-টোয়েন্টির বোলিং র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়েছেন মোস্তাফিজুর রহমান (২৫তম) ও তানজিদ হাসান সাকিব (৪০)। ১৮ধাপ এগিয়ে সেরা এক শতে জায়গা করে নিয়েছেন আরব আমিরাতের মুহাম্মাদ জাওয়দুল্লাহ (৯৮)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত