ক্রীড়া ডেস্ক
গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস—এবারের আইপিএলের প্লে-অফের চার দল আগেই নিশ্চিত হয়ে গেছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতার। তবে আনুষ্ঠানিকতার ম্যাচেও এমন কিছু ঘটেছে, যেটা মানতে পারছেন না পাঞ্জাব কিংসের সত্ত্বাধিকারী প্রীতি জিনতা।
জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস। পাঞ্জাব ইনিংসের ১৫তম ওভারের ঘটনা নিয়েই মূলত আলোচনা। ওভারের শেষ বলে দিল্লি পেসার মোহিত শর্মাকে লং অনে উড়িয়ে মারেন পাঞ্জাব ব্যাটার শশাঙ্ক সিং। সেখানে দাঁড়িয়ে থাকা করুণ নায়ার সীমানার কাছে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে বলটি ধরেছেন। ক্যাচ ধরার পর দ্রুতই ছক্কার ইশারা দিয়েছেন তিনি। তবে টিভি রিপ্লেতে তৃতীয় আম্পায়ার ছক্কা দেননি সেটিকে। বল হাতে থাকা অবস্থায় নায়ারের পা বাউন্ডারির দড়ি স্পর্শ করেনি বলে মনে হয়েছে তৃতীয় আম্পায়ারের। আর ছক্কা ভেবে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও শশাঙ্ক সিং দেরিতে দৌড়েছেন। নিয়েছেন কেবল ১ রান।
In a such a high profile tournament with so much technology at the Third Umpire’s disposal such mistakes are unacceptable & simply shouldn’t happen. I spoke To Karun after the game & he confirmed it was DEFINITELY a 6 ! I rest my case ! #PBKSvsDC #IPL2025 https://t.co/o35yCueuNP
— Preity G Zinta (@realpreityzinta) May 24, 2025
করুণ ছক্কার ইশারা দিলেও আম্পায়ার ছক্কা না দেওয়ায় ব্যাপারটা মানতে পারছেন না প্রীতি। বলিউড অভিনেত্রীর প্রশ্ন, এত প্রযুক্তি থাকার পরও এমন ভুল হয় কী করে! নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রীতি লিখেছেন, ‘এমন হাইপ্রোফাইল টুর্নামেন্টে এত প্রযুক্তি থাকা সত্ত্বেও তৃতীয় আম্পায়ারের এমন ভুল অগ্রহণযোগ্য। সত্যিই এটা হওয়া উচিত নয়। করুণের সঙ্গে ম্যাচ শেষে কথা বলেছিলাম। সে বলল, এটা অবশ্যই ছক্কা।’
জয়পুরে গত রাতে অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। টস হেরে প্রথমে ব্যাটিং করা পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করেছে। মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ৩৩ রান। জয়ের লক্ষ্যে নেমে ১৯.৩ ওভারে ৪ উইকেটে দিল্লি করেছে ২০৮ রান।৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সামির রিজভি। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি।
দিল্লির জয়ের ম্যাচেই সাকিব আল হাসানের রেকর্ড ভেঙেছেন মোস্তাফিজ। বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ৬৫ উইকেট মোস্তাফিজের। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি খেলেছেন ৬০ ম্যাচ। বোলিং করেছেন ৮.১৩ ইকোনমিতে। সাকিব আইপিএলে ৭১ ম্যাচে ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। আর মোস্তাফিজ এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন একেবারে শেষভাগে এসে। স্থগিত আইপিএল পুনরায় শুরুর পর ব্যক্তিগত কারণে জেক ফ্রেজার ম্যাগার্ক না ফেরায় দিল্লি নিয়েছে মোস্তাফিজকে।
গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস—এবারের আইপিএলের প্লে-অফের চার দল আগেই নিশ্চিত হয়ে গেছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতার। তবে আনুষ্ঠানিকতার ম্যাচেও এমন কিছু ঘটেছে, যেটা মানতে পারছেন না পাঞ্জাব কিংসের সত্ত্বাধিকারী প্রীতি জিনতা।
জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস। পাঞ্জাব ইনিংসের ১৫তম ওভারের ঘটনা নিয়েই মূলত আলোচনা। ওভারের শেষ বলে দিল্লি পেসার মোহিত শর্মাকে লং অনে উড়িয়ে মারেন পাঞ্জাব ব্যাটার শশাঙ্ক সিং। সেখানে দাঁড়িয়ে থাকা করুণ নায়ার সীমানার কাছে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে বলটি ধরেছেন। ক্যাচ ধরার পর দ্রুতই ছক্কার ইশারা দিয়েছেন তিনি। তবে টিভি রিপ্লেতে তৃতীয় আম্পায়ার ছক্কা দেননি সেটিকে। বল হাতে থাকা অবস্থায় নায়ারের পা বাউন্ডারির দড়ি স্পর্শ করেনি বলে মনে হয়েছে তৃতীয় আম্পায়ারের। আর ছক্কা ভেবে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও শশাঙ্ক সিং দেরিতে দৌড়েছেন। নিয়েছেন কেবল ১ রান।
In a such a high profile tournament with so much technology at the Third Umpire’s disposal such mistakes are unacceptable & simply shouldn’t happen. I spoke To Karun after the game & he confirmed it was DEFINITELY a 6 ! I rest my case ! #PBKSvsDC #IPL2025 https://t.co/o35yCueuNP
— Preity G Zinta (@realpreityzinta) May 24, 2025
করুণ ছক্কার ইশারা দিলেও আম্পায়ার ছক্কা না দেওয়ায় ব্যাপারটা মানতে পারছেন না প্রীতি। বলিউড অভিনেত্রীর প্রশ্ন, এত প্রযুক্তি থাকার পরও এমন ভুল হয় কী করে! নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রীতি লিখেছেন, ‘এমন হাইপ্রোফাইল টুর্নামেন্টে এত প্রযুক্তি থাকা সত্ত্বেও তৃতীয় আম্পায়ারের এমন ভুল অগ্রহণযোগ্য। সত্যিই এটা হওয়া উচিত নয়। করুণের সঙ্গে ম্যাচ শেষে কথা বলেছিলাম। সে বলল, এটা অবশ্যই ছক্কা।’
জয়পুরে গত রাতে অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। টস হেরে প্রথমে ব্যাটিং করা পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করেছে। মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ৩৩ রান। জয়ের লক্ষ্যে নেমে ১৯.৩ ওভারে ৪ উইকেটে দিল্লি করেছে ২০৮ রান।৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সামির রিজভি। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি।
দিল্লির জয়ের ম্যাচেই সাকিব আল হাসানের রেকর্ড ভেঙেছেন মোস্তাফিজ। বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ৬৫ উইকেট মোস্তাফিজের। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি খেলেছেন ৬০ ম্যাচ। বোলিং করেছেন ৮.১৩ ইকোনমিতে। সাকিব আইপিএলে ৭১ ম্যাচে ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। আর মোস্তাফিজ এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন একেবারে শেষভাগে এসে। স্থগিত আইপিএল পুনরায় শুরুর পর ব্যক্তিগত কারণে জেক ফ্রেজার ম্যাগার্ক না ফেরায় দিল্লি নিয়েছে মোস্তাফিজকে।
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৯ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
৯ ঘণ্টা আগে